অনবদ্য চিংড়ি কোর্মা (anabadya chingri korma recipe in Bengali)

Jaya chakraborty
Jaya chakraborty @cook_19183128

#ফুড টক

অনবদ্য চিংড়ি কোর্মা (anabadya chingri korma recipe in Bengali)

#ফুড টক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 400 গ্রামচিংড়ি
  2. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  3. 2টেবিল চামচ রসুন ও আদা বাটা
  4. স্বাদমতো নুন
  5. 4টেবিল চামচ বাদাম তেল
  6. 4টেবিল চামচ কাঁচা লঙ্কা ও টমেটো পেস্ট
  7. 2টেবিল চামচ পেঁয়াজ বাটা
  8. 1টেবিল চামচ আখের গুড়
  9. 3টেবিল চামচ মিল্ক পাউডার
  10. প্রয়োজন অনুযায়ীসামান্য আটা
  11. 1/2টেবিল চামচ কসুরি মেথি
  12. 2 টি কাঁচালঙ্কা কুচি
  13. আন্দাজমতো ঘি
  14. 1টেবিল চামচ গোটা গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    400 গ্রাম চিংড়ি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে 10 মিনিট

  2. 2

    প্যানে বাদাম তেল দিয়ে গরম করতে হবে

  3. 3

    ওই তেলেই চিংড়িগুলো অল্প করে ভেজে তুলে নিতে হবে

  4. 4

    এরপর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো একসাথে পেস্ট বানিয়ে কষিয়ে নিতে হবে

  5. 5

    এবার একে একে নুন হলুদ দিতে হবে।ভালো করে কষানো হয়ে গেলে তেলে ছেড়ে আসবে

  6. 6

    এরপর চার কাপ জল দিয়ে আখের গুড় যোগ করতে হবে।5 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে

  7. 7

    5 মিনিট পর ঢাকা খুলে কড়াই থেকে হাফ কাপ ঝোল তুলে নিয়ে তাতে মিল্ক পাউডার সামান্য আটা ও কেশরী মেথি মিশিয়ে ওটা আবার ঝোলে ঢেলে দিতে হবে

  8. 8

    তারপর আবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করতে হবে।

  9. 9

    এরপর গ্যাস বন্ধ করে ঘী, গরম মসলা ও কাঁচা লঙ্কা কুচি উপর থেকে ছড়িয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে

  10. 10

    5 মিনিট পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jaya chakraborty
Jaya chakraborty @cook_19183128

মন্তব্যগুলি

Similar Recipes