চিংড়ি মাছের কোর্মা (chingri maacher korma recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#ebook 2
বাংলার নববর্ষের রেসিপি

চিংড়ি মাছের কোর্মা (chingri maacher korma recipe in Bengali)

#ebook 2
বাংলার নববর্ষের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০-১২ মিনিট
৪ জনের জন্যে
  1. ১২ টা বড় বাগদা চিংড়ি
  2. ২ টেবিল চামচ সেদ্ধ পেঁয়াজ বাটা
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১/২ চা চামচ রসুন বাটা
  5. ১ টেবিল চামচ পোস্ত বাটা
  6. ১ টেবিল চামচ কাজু কিসমিস বাটা
  7. ৩ টেবিল চামচ দই
  8. ১ চা চামচ চিনি
  9. পরিমাণ মতনুন
  10. প্রয়োজন মতসর্ষের তেল
  11. ১ টেবিল চামচ ঘি
  12. ১ টেবিল চামচ বেরেস্তা
  13. ২ টো ছোট এলাচ
  14. ২ টো লবঙ্গ
  15. ১/২ ইঞ্চি দারচিনি
  16. ১ টা তেজপাতা
  17. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  18. ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  19. ১ চা চামচ ধনে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১০-১২ মিনিট
  1. 1

    চিংড়ি মাছ এ নুন মাখিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে। তারপর তেল গরম মাছ গুলো হালকা ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    ওই তেলে ঘি দিয়ে গোটা গরম মশলা ও তেজ পাতা ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়ন র সুগন্ধ ছাড়লে আদা ও রসুন বাটা দিয়ে কষতে হবে ১ মিনিট। তারপর সেদ্ধ পেঁয়াজ বাটা দিয়ে আবার ২ মিনিট কষে নিতে হবে।

  3. 3

    ২ মিনিট পর নুন,লাল লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে কষে নিয়ে পোস্ত বাটা, কাজু কিসমিস বাটা, দই ও চিনি দিয়ে ভালো করে কষে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত।

  4. 4

    তেল ছাড়লে চিংড়ি মাছ দিয়ে ১মিনিট মত কষে ১/২কাপ গরম জল দিয়ে দিতে হবে।৩-৪ মিনিট ফোটার পর গ্রেভি ঘন হয়ে এলে গ্যাস অফ করে দিতে হবে। সার্ভিং পাত্রে ঢেলে ওপরে বেরেস্তা ছড়িয়ে দিতে হবে।

  5. 5

    রেডি চিংড়ি মাছের কোরমা। পোলাও পরোটার সাথে খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

মন্তব্যগুলি (6)

Similar Recipes