লিটটি চোখা (litti chokha recipe in Bengali)

সুস্মিতা কর্মকার
সুস্মিতা কর্মকার @cook_19235283
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২কাপ আটা
  2. ১/২ চা চামচ জোয়ান
  3. ১টেবিল চামচ ঘি
  4. ১কাপ ছাতু
  5. ২চা চামচপেঁয়াজ কুচো
  6. ১/২ চা চামচ রসুন কুচি
  7. ১টা বেগুন
  8. ১টা টমেটো
  9. ১টা আলু সেদ্ধ
  10. ২ টো কাঁচা লঙ্কা
  11. ১চা চামচ আচারের তেল
  12. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  13. স্বাদমতোলবণ ও চিনি
  14. প্রয়োজন অনুযায়ীতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আটার মধ্যে জোয়ান,ঘি অল্প লবণ দিয়ে ভালো মতো শক্ত করে মেখে ৩০মিনিটের জন্যে কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে।

  2. 2

    এরপর ছাতুর মধ্যে আচারের তেল (আমি রসুনের আচার দিয়েছিলাম) পিয়াজ কুচি,রসুন কুচি,কাচা লঙ্কা,লবণ অল্প চিনি দিয়ে,ভালো মত এক টেবিল স্পুন জল দিয়ে মেখে নিতে হবে।

  3. 3

    এরপর আটা র গোলা টা থেকে অল্প করে আটা নিয়ে তার মধ্যে ছাতু র পুর টা ভরে গোল গোল করে কড়াইতে ১টেবিল স্পুন তেল বা ঘি দিয়ে তার মধ্যে দিয়ে গ্যাস টা লো হিট এ দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে রান্না টা করতে হবে।৩মিনিট পর পর ঢাকনা খুলে লিটি গুলো উল্টে পাল্টে দিতে হবে যতক্ষণ না সব দিকে সমান ভাবে কুক হচ্ছে। তাহলেই রেডি লিট্টি

  4. 4

    চোখা বানানোর জন্য বেগুন র টমেটোর বাইরে তেল মাখিয়ে পুড়িয়ে নিয়ে তাদের খোসা টা ছাড়িয়ে তার মধ্যে সেদ্ধ আলু।প্যায়াজ কুচি,ধনেপাতা,লবণ, কাচা লঙ্কা দিয়ে ভালো মত মেখে নিলেই রেডি।গরম গরম লিত্তী র সাথে সার্ভ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
সুস্মিতা কর্মকার

মন্তব্যগুলি

Similar Recipes