বাসন্তী চিকেন বিরিয়ানি (basonti chicken biriyani recipe in Bengali)

Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি

#চালের রেসিপি

বাসন্তী চিকেন বিরিয়ানি (basonti chicken biriyani recipe in Bengali)

#চালের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
  1. 3 কাপবাসমতী চাল
  2. 600 গ্রামচিকেন
  3. পরিমাণমতোতেল
  4. 5 চা চামচঘি
  5. স্বাদ মতননুন
  6. 4টা পেঁয়াজ
  7. পরিমাণ মতনলঙ্কার গুঁড়ো
  8. 2চা চামচজিরার গুঁড়ো
  9. 1 চা চামচগরম মসলা পাউডার
  10. 2 চা চামচহলুদ
  11. পরিমাণমতোজল
  12. 3টা তেজপাতা
  13. 1/2 কাপদুধ
  14. 2চা চামচ কেওড়া জল
  15. 1/2চা চামচ মিঠা আতর
  16. 1চা চামচ গোটা গোল মরিচ
  17. প্রয়োজন মতোজয়ত্রী অল্প করে
  18. প্রয়োজন মতলং এলাচ দারচিনি অল্প করে
  19. 2টা লাল শুকনো লঙ্কা
  20. 1 চা চামচগোটা জিরা
  21. প্রয়োজন অনুযায়ী আটা মাখা
  22. 2 চা চামচআদা বাটা
  23. 2 চা চামচরসুন বাটা
  24. 3-4টা মাঝারি আলু
  25. 3-4টা পোল্ট্রির ডিম

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমেই যেভাবে ভাত রান্না করি সেভাবে বাসমতি চালের ভাত রান্না করে একটা থানার মধ্যে ছড়িয়ে রাখবো । আলু ও ডিম সেদ্ধ করে আলু হালকা ভেজে রাখতে হবে.
    তারপর সব গোটা মশলা গুলোকে হালকা করে করা এরমধ্যে ভাজা করে নেবো ।
    ভাজা হয়ে গেলে ঠাণ্ডা করে সেটাকে গুঁড়ো করে একটা পাউডার তৈরি করে নেবো ।

  2. 2

    এবার চিকেন কে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব তার মধ্যে স্বাদমতো নুন,হলুদ,লঙ্কার গুঁড়ো,জিরার গুঁড়ো টক দই দিয়ে মাখিয়ে 1 ঘণ্টা ম্যারিনেট করতে রেখে দেবো ।
    তারপর কড়াই এর মধ্যে তেল দেব তেল গরম হলে গোটা গরম মসলা আর তেজপাতা ফোঁড়ন দেবো ।
    তারপর তার মধ্যে পেঁয়াজ ভালো করে কুচি করে দিয়ে হালকা ভাজা ভাজা করব।
    পেঁয়াজ ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন দেবো ।
    তারপর তার মধ্যে আদা বাটা রসুন বাটা দেব আর অল্প করে জল দেবো ।
    একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষাবো.

  3. 3

    দুটো পেঁয়াজ ভালো করে ঝিরিঝিরি করে কেটে তেলে লাল লাল করে ভাজা করে প্লেটের মধ্যে তুলে নেব ।
    এইবার একটা পাত্র নেবো যেটার মধ্যে আমরা বিরিয়ানীটা করব সেটার মধ্যে কিছুটা তেল মাখাব আর কিছু তেজপাতা দিয়ে দেবো
    এবার একটা বাটির মধ্যে কিছুটা দুধ একটুখানি কেওড়া জল একটুখানি মিঠা মেশাবো ।
    এবার বিরিয়ানী করার পাত্রের মধ্যে প্রথমে কিছুটা ভাত দেবো তার পরে তার ওপরে চিকেনের পিস গুলো দেব আর ভাজা মসলা ছরিয়ে দেবো আর স্বাধ মতন নুন মেশাব ।

  4. 4

    এইভাবে পাত্র টার মধ্যে কিছুটা ভাত তারপরে চিকেনের পিস ডিমএকটু আলু মসলা ছড়িয়ে দেব আর ঘি ছরিয়ে দেব আর দুধ দেবো ।
    এইভাবে একটার পর একটা ভাত চিকেনের লেয়ার দিয়ে সাজাবো এবং এর সাথে ডিম ও আলু দেবো. হলুদ খাবারের রঙ ভালো করে মেশাবো.
    তারপর তার ওপরে ভাজা পেঁয়াজগুলো ছড়িয়ে দেবো আরো কিছুটা ঘি দেবো ।
    এইবার আটা মাখা টা পাত্রের চারি পাশে লাগিয়ে দেবো
    এইবার একটা ঢাকনা দিয়ে পাত্রের মুখটা টাইট করে ঢেকে দেবো যাতে কোন রকম হাওয়া ঢুকতে না পারে।

  5. 5

    এইবার বিরিয়ানির পাত্র টা গ্যাসের মধ্যে বসাবো আর গ্যাসের আজকে মিডিয়াম করে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো ।
    পনেরো-কুড়ি মিনিট হয়ে গেলে গ্যাস টা বন্ধ করে দেব সঙ্গে সঙ্গে আমরা ঢাকনাটা খুলবো না কিছুক্ষণ ও ডাকে ভাবে রেখে দেবো ।
    কিছুক্ষণ ভাবে রাখার পরে ঢাকনা টা খুলবো
    পাটের ওপরে লাগানো আঠাh গুলো খুলে পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছি বিরিয়ানি তৈরি হয়ে গেছে । এবার গরম গরম পরিবেশন করবো বাসন্তী চিকেন বিরিয়ানি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি
টিচার, রান্না আমার passion
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes