চিকেন বিরিয়ানী (chicken biriyani recipe in bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

#ebook2
#জামাই ষষ্ঠী
একটি অতি জনপ্রিয় রান্না। জামাইষষ্ঠীতে এই রান্নাটি হয়েই থাকে।

চিকেন বিরিয়ানী (chicken biriyani recipe in bengali)

#ebook2
#জামাই ষষ্ঠী
একটি অতি জনপ্রিয় রান্না। জামাইষষ্ঠীতে এই রান্নাটি হয়েই থাকে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১:৩০ ঘন্টা
  1. 500 গ্রাম চিকেন
  2. 2 চা চামচ টক দই
  3. 3 কাপবাসমতি চাল
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচরসুন বাটা
  6. 2টো আলু
  7. 1 চা চামচজিরা গুঁড়ো
  8. পরিমান মততেল
  9. পরিমাণমতোজল
  10. স্বাদমতোলবণ
  11. 1 চা চামচহলুদ গুঁড়ো
  12. 4 চা চামচ৪ চামচ ঘি
  13. 5-6টা তেজপাতা
  14. 2 চা চামচ গরম মশলা
  15. 3চা চামচ গোলাপজল
  16. 2 চা চামচকেওড়া জল
  17. 2 চা চামচদুধ
  18. 1/2 চা চামচকেশর
  19. 2 টি ডিম
  20. 1বাটি পেঁয়াজ কুচি
  21. 5 চা চামচবিরিয়ানী মসলা
  22. পরিমাণ মতোগোটা গরম মসলা
  23. 2 ফোঁটামিঠা আতর

রান্নার নির্দেশ সমূহ

১:৩০ ঘন্টা
  1. 1

    প্রথমেই চালটা 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা তৈরি করে নিতে হবে।

  3. 3

    ভাত করার জন্য প্রথমে পাত্রে জল দিয়ে তার মধ্যে দারচিনি লবঙ্গ বড় এলাচ দিয়ে এক চামচ সাদা তেল এবং সাধ্যমত লবণ দিয়ে ফুটে উঠলে চাল দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে ভাতের ফ্যান ঝরিয়ে নিতে হবে।

  4. 4

    চিকেন টক দই আদা পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে হলুদ লঙ্কাগুঁড়ো জিড়ে গুঁড়ো ও বিরিয়ানী মসলা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টা।

  5. 5

    এবার তেল গরম করে মাংস দিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে হবে লবণ দিতে হবে।

  6. 6

    মাংসটা হয়ে গেলে আলু এবং ডিম সিদ্ধ করে নিতে হবে। আলোটা ছাঁকা তেলে ভালোভাবে ভেজে নিতে হবে।

  7. 7

    এবার অন্য একটি পাত্রে ঘি দিয়ে তার উপরে ভাত এর লেয়ার দিয়ে তার উপর মাংস দিয়ে বেরেস্তা গোলাপজল কেওড়াজল মিঠা আতর দুধে ভেজানো কেশর দিয়ে তার উপরে আবার ভাত দিতে হবে।

  8. 8

    এভাবে দুটি লেয়ার কমপ্লিট করে। একে তাও প্রিহিট করে তার উপর পাত্র টা বসিয়ে কম আছে 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে।

  9. 9

    এবার গরম গরম পরিবেশন করতে হবে চিকেন বিরিয়ানী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyashree Roy Chatterjee

Similar Recipes