চিকেন কষা (chicken kosha recipe in Bengali)

সুস্মিতা কর্মকার
সুস্মিতা কর্মকার @cook_19235283

চিকেন কষা (chicken kosha recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কেজি চিকেন
  2. 1/2 কাপ পেঁয়াজ কুচি
  3. 1/2 কাপ টমেটো কুচি
  4. ১টেবিল চামচ রসুন কুচি
  5. ১টেবিল চামচ আদা লঙ্কা বাটা
  6. ১চা চামচ রসুন বাটা
  7. ৪টেবিল চামচ টক দই
  8. ১চা চামচ গোটা জিরে
  9. ১টা গোটা গরম মসলা
  10. ৩টে গোটা এলাচ
  11. ২টো লবঙ্গ
  12. ৪টে গোটা কাচা লঙ্কা
  13. ২ চা চামচ জিরে ধনে গুরো
  14. ১টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুরো
  15. ১/২ চা চামচ হলুদ
  16. স্বাদমতলবণ
  17. ১/২চা চামচ গরম মসলা গুঁড়ো
  18. পরিমান মতোআলু

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন টা কে টকদই,আদা লঙ্কা বাটা, রসুন বাটা,জিরে ধনে গুরো,লবণ,হলুদ দিয়ে ভালো মত মেখে ১৫-২০মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে পিয়াজ কুচি,টমেটো কুচি,গোটা কাচা লিঙ্ক দিয়ে ভালো ভেজে মিক্সই টে ভালো হতো মিক্সড করে নিতে হবে বা বেটে নিতে হবে।

  3. 3

    এরপর ওই তেল এ জিরে,গোটা গরম মসলা,এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে আলু ভেজে নিতে হবে এরপর তাতে ম্যারিনেট করা চিকেন,হলুদ,লবণ,লঙ্কা গুরো গুলো দিয়ে ৫মিনিট কষতে হবে এরপর বাটা মসলা গুলো দিয়ে চিকেন গুলো সেদ্ধ হাওয়া অব্দি কষতে হবে।মাঝে মাঝে মসলা শুকিয়ে আসলে জল দিয়ে কষতে হবে ।এরপর নামানোর গরম মসলার গুরো দিয়ে নামিয়ে ফেলুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
সুস্মিতা কর্মকার

মন্তব্যগুলি

Similar Recipes