চিকেন কষা (chicken kosha recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

চিকেন কষা এমন একটা ডিশ যার সাথে ভাত, লুচি, রুটি, পরটা সব কিছুই মানিয়ে যায়। রান্না করতে ও ঝামেলা কম। সহজেই হয়ে যায়।

চিকেন কষা (chicken kosha recipe in Bengali)

চিকেন কষা এমন একটা ডিশ যার সাথে ভাত, লুচি, রুটি, পরটা সব কিছুই মানিয়ে যায়। রান্না করতে ও ঝামেলা কম। সহজেই হয়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০গ্রাম চিকেন
  2. ২ টো(বড়ো) পেঁয়াজ
  3. ১টেবিল চামচ রসুন বাটা
  4. ১চা চামচ আদা বাটা
  5. ২টো (মাঝারি ) টমেটো
  6. ২টেবিল চামচ টক দই
  7. ১টেবিল চামচ চিকেন মশলা
  8. ১চা চামচ ধনে গুঁড়ো
  9. ১চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  12. ১টা তেজপাতা
  13. ২টো শুকনো লঙ্কা
  14. স্বাদ মতন লবণ
  15. পরিমান মতসর্ষে তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে। এবার আদা বাটা, রসুন বাটা, টকদই, চিকেন মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো,২রকম লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতন লবণ দিয়ে চিকেন ৩০মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    পেঁয়াজ পাতলা করে কেটে নিতে হবে। টমেটো কুচি করে কেটে নিতে হবে।

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ লাল করে ভেজে ওর মধ্যে টমেটো কুচি দিতে হবে। টমেটো গলে এলে ম্যারিনেট করে রাখা চিকেন দিতে হবে। জোর আঁচে চিকেন ৫মিনিট কষিয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রান্না করতে হবে।

  4. 4

    মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে।চিকেনে জল শুকিয়ে গেলে ওর মধ্যে ১কাপ গরম জল দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। এবার জল শুকিয়ে তেল ভেসে উঠলে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিতে হবে। কিছু সময় রেখে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Nath

Similar Recipes