বোনলেস চিকেন কষা (Boneless chicken kosha recipe in Bengali)

Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম

আমার ভীষণ পছন্দের একটা আইটেম। পোলাও বা পরোটার সাথে জমে যায় একদম।

বোনলেস চিকেন কষা (Boneless chicken kosha recipe in Bengali)

আমার ভীষণ পছন্দের একটা আইটেম। পোলাও বা পরোটার সাথে জমে যায় একদম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-40 মিনিট
5 জন
  1. 500 গ্রামবোনলেস চিকেন
  2. 50 গ্রামটক দই
  3. 4টে বড়োপেঁয়াজ কুচি
  4. 10/12কোয়া রসুন বাটা
  5. ২চা চামচ আদা বাটা
  6. 2টো টমেটো কুচি
  7. 1টা শুকনো লঙ্কা
  8. 1টা তেজপাতা
  9. 6টা কাঁচালঙ্কা
  10. 1 চা চামচপাঁচফোড়ন
  11. স্বাদ অনুযায়ী লবণ
  12. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  13. 1টেবিল চামচ জিরে গুঁড়ো
  14. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  15. 1/2 চা চামচমিট মশলা
  16. 1/2 চা চামচচিকেন মশলা
  17. 1টেবিল চামচ গোটা গরম মশলা বাটা
  18. 1 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

30-40 মিনিট
  1. 1

    প্রথমেই বলি আমি চিকেন টা টক দই মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি।এবার রান্না টা শুরু করব।

  2. 2

    কড়াইতে তেল গরম হলেই তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোরন দিয়ে একটু নাড়াচাড়া করে পিঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।

  3. 3

    হালকা ব্রাউন হয়ে আসলেই একে একে লবণ, হলুদ, জিরেগুড়ো, লঙ্কা গুড়ো, মিটমশলা, চিকেন মশলা,টমেটো কুচি, আদা রসুন বাটা সব দিয়ে মশলাটা ভালো করে ভাজাভাজা করে নিতে হবে।

  4. 4

    এবার চিকেন টা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ।তেল ছাড়াছাড়া হয়ে আসলেই জল (গরম জল) দিয়ে ঢাকা দিতে হবে।

  5. 5

    চিকেন টা হাফ সিদ্ধ হয়েই আছে তাই 15 মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নিয়ে জল টা শুকিয়ে আসলেই ঘি, গরম মসলা দিয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    তৈরি আমাদের বোনলেস চিকেন কষা। পোলাও,পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করুন অসাধারণ লাগবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম
রান্না আমার শখ 😍❤
আরও পড়ুন

Similar Recipes