শামি কাবাব (shami kabab recipe in Bengali)

Israt Chowdhury
Israt Chowdhury @cook_19763274

#নববর্ষের রেসিপি

শামি কাবাব (shami kabab recipe in Bengali)

#নববর্ষের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ ছোলা বুটের ডাল
  2. ৫০০ গ্রাম গরুর মাংস
  3. ২টি ডিম
  4. পরিমান মতোশুকনো মরিচ
  5. প্রয়োজন মত পেঁয়াজ
  6. স্বাদ মতোকাঁচামরিচ কুঁচি
  7. প্রয়োজন অনুযায়ীতেল
  8. প্রয়োজন অনুযায়ীদারুচিনি
  9. ১চা চামচধনে গুঁড়া
  10. ১চা চামচজিরা গুঁড়া
  11. ১ টেবিল চামচআাদা কুচি
  12. ১ টেবিল চামচরসুন কুচি
  13. ৫-৬টিএলাচ
  14. ১ চা চামচকালো গোল মরিচ
  15. ৫-৬ টা লবঙ্গ
  16. ২ টাতেজপাতা
  17. স্বাদ মতলবন
  18. ১ চা চামচচিনি
  19. ১চা চামচলেবুর রস
  20. পরিমান মতোপুদিনাপাতা
  21. প্রয়োজন অনুযায়ীগরম মসলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডাল গুলেকে ৩০ মিনিট ভিজে রাখতে হবে।এরপর মাংস আর ডাল একত্রে করে শুকনো মরিচ,আদা,রসুনকুচি,পেঁয়াজ,দারুচিনি, এলাচ,লং,জিরা, লবন,চিনি,
    কালো গোল মরিচ একসাথে মাখিয়ে পানি দিয়ে রান্না করে নিতে হবে।এরপর ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হলে তেজপাতা উঠায় ফেলতে হবে।এরপর ১২/১৪ টা পুদিনাপাতা দিয়ে এটাকে বেলেন্ড অথবা শিল পাটায় বেটে নিতে হবে।তারপর মিক্সিনবলে নিয়ে ২ টা ডিম, গরম মসলা, লেবুর রস, চিনি, কাঁচামরিচ,পেঁয়াজ, ধনেপাতা,পুদিনাপাতা দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  2. 2

    তারপর হাতে হালকা অলিভওয়েল মেখে গোল গোল করে হালকা চাপ দিয়ে কাবাব শেপে তৈরি করে নিতে হবে।
    তারপর তেল ভালো করে গরম করে ডুবো তেলে ভাজতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Israt Chowdhury
Israt Chowdhury @cook_19763274

মন্তব্যগুলি

Similar Recipes