মাটন কাচ্চি বিরিয়ানি(mutton kacchi biryani recipe in Bengali)

Israt Chowdhury
Israt Chowdhury @cook_19763274

#নববর্ষেররেসিপি

মাটন কাচ্চি বিরিয়ানি(mutton kacchi biryani recipe in Bengali)

#নববর্ষেররেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২কেজিখাসির মাংস
  2. ১ কেজিপোলাওয়ের চাল
  3. পরিমান মতোঘি
  4. ১/২কেজিআলু
  5. 1 কাপপেঁয়াজের বেরেস্তা
  6. ৮-১০ টুকরো (১ ইঞ্ছি সাইজের)দারুচিনি
  7. ১০-১২টিএলাচ
  8. ২ টেবিল চামচআদা বাটা
  9. ২ টেবিল চামচরসুন বাটা
  10. ১ টেবিল চামচগরম মসলা গুঁড়া (দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রি, শাহজিরা ও গোলমরিচ)
  11. ১/২ চা চামচজিরা আধা
  12. ১.৫ কাপটকদই
  13. ২কাপদুধ
  14. ২ চা চামচচিনি
  15. ১৪-১৫টাআলুবোখারা
  16. ২০টা কিসমিস (আরো বেশি দিতে পারেন)
  17. ১ টেবিল চামচগোলাপ জল
  18. স্বাদ অনুযায়ীলবণ
  19. প্রয়োজন অনুযায়ীজর্দার রং

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।পাতিলে মাংসের সাথে আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি, টকদই, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিন। এবার গরম মসলার গুঁড়া, অর্ধেক ঘি দিয়ে ভালোভাবে মাংস মেখে ১০ মিনিট রাখুন। এবার দুই কাপ দুধ মাংসের উপর ঢেলে দিন।

  2. 2

    চুলোয় উঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিন যাতে বাস্প বের হতে না পারে। এক ঘন্টা পর আঁচ আরো কমিয়ে দমে রাখুন।গ্যাসের চুলোর ক্ষেত্রে তাওয়ার উপর হাঁড়ি বসিয়ে অল্প আঁচে দমে রাখুন এবং একটু জর্দার রং চিটে দিন।তৈরি হয়ে গেলো মজার কাচ্চি বিরিয়ানী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Israt Chowdhury
Israt Chowdhury @cook_19763274

মন্তব্যগুলি

Similar Recipes