ফুলকপির ধোকলা (foolkopir dhokla recipe in Bengali)

Pousali Mukherjee
Pousali Mukherjee @cook_16727365

#হলুদ রেসিপি

ফুলকপির ধোকলা (foolkopir dhokla recipe in Bengali)

#হলুদ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্ৰাম ফুলকপি
  2. ২৭৫ গ্ৰাম বেসন
  3. ২০০ গ্ৰাম দই
  4. ১চা চামচ আদা বাটা
  5. ১ টা গোটা লেবুর রস
  6. ১/২ চা চামচ বেকিং পাউডার
  7. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদমতোনুন
  9. প্রয়োজন অনুযায়ীকারি পাতা
  10. প্রয়োজন অনুযায়ীকোরানো নারকেল
  11. ১/২চা চামচ কালো সর্ষে
  12. স্বাদমতোকাচা লঙ্কা
  13. ১চা চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ফুলকোফি টাকে গ্ৰেট করে নেবো ।

  2. 2

    তারপর একটা বড়ো বাটিতে বেসন, দ ই, লেবুর রস, আদা বাটা, নুন, বেকিগ পাউডার, হলুদ, আর গ্ৰেট করা ফুলকোফি টা সব এক সাথে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ।

  3. 3

    মাখানো মিশ্রন টাকে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো ।

  4. 4

    এরপর একটা বাসনের মধ্যে তেল ব্রাশ করে পুরো মিশ্রন টাকে ঐ বাসন টার মধ্যে ঢেলে দেবো ।

  5. 5

    একটা বড়ো বাসনের মধ্যে জল গরম করবো তারপর সেই জলের মধ্যে এই মিশ্রন এর বাটি টাকে ঢাকা দিয়ে বসিয়ে ৩০ মিনিট মতো ভাপে সেদ্ধ হবার জন্য দেবো ।

  6. 6

    যখন দেখবো হয়ে গেছে তখন অন্য একটা পেনের মধ্যে সরষের তেল দিয়ে তার মধ্যে কালো সরষে, কারিপাতা, কাচা লঙ্কা ফোড়ন দিয়ে ধোকলা টার ওপরে দিয়ে দেবো ।

  7. 7

    এরপর ওপর থেকে ধনেপাতা কুচি আর নারকেল কোড়া দিয়ে সাজিয়ে দিলেই তৈরি আমার ফুলকোফির ধোকলা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pousali Mukherjee
Pousali Mukherjee @cook_16727365

মন্তব্যগুলি

Similar Recipes