বেসনের ধোকলা

Sudeshna Chakraborty
Sudeshna Chakraborty @cook_17062761
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
চার জনের জন‍্য
  1. 2 কাপবেসন
  2. স্বাদ মত নুন
  3. 1চা চামচ লেবুর রস
  4. 1/2চা চামচ বেকিং সোডা
  5. 1/2চা চামচ বেকিং পাওড়ার
  6. 1পিঞ্চ হলুদ গুঁড়ো
  7. 3টেবিল চামচ চিনি
  8. 5-6টা কাঁচা লঙ্কা
  9. 1মুঠো কারি পাতা
  10. প্রয়োজন মত জল
  11. 1চা চামচ তেল
  12. 1চা চামচ কালো সর্ষে

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে একটা বাটিতে বেসন নিতে হবে

  2. 2

    এরপর স্বাদ মতনুন,হলুদ 1/2চা চামচ চিনি ও লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে প্রয়জন মত জল দিয়ে একটা ঘন মিশ্রন তৈরি করতে হবে।

  3. 3

    এরপর ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট রে খে দিতে হবে।

  4. 4

    এরপর রাইস কুকারের লিডে কিছুটা জল দিয়ে গরম হতে দিতে হবে।

  5. 5

    এর পর একটা টিফিন বাক্সে তেল ব্রাশ করে নিতে হবে।

  6. 6

    এরপর বেসনের মিশ্রনে বেকিং সোডা ও বেকিং পাওডার দিয়ে ভালো কর ফেটিয়ে সঙ্গে সঙ্গে কৌটোর মধ্যে ঢেলে কৌটোর ঢাকনা বন্ধ করে জলের মধ‍্যে বসিয়ে রাইস কুকারের ঢাকনা বন্ধ করে 20 মিনিট কুক হতে দিতে হবে।

  7. 7

    20 মিনিট পর টাকনা খুললে দেখা যাবে ফুলে ডবল হয়ে গেছে।

  8. 8

    এরপর একটা থালায় করে ঢেলে পিস পিস করে কেটে নিতে হবে ।

  9. 9

    এরপর একটা কড়াইতে তেলদিয়ে কালো সরসে ফোড়ন দিয়ে ও কারি পতা ফোড়োন দিতে হবে।

  10. 10

    এরপর জলদিয়ে চিনি ওকাচা লঙ্কা দিয়ে একটা সিরা তৈরি করতে হবে ও ধোকলার পিস গুলোর ওপর ঢেলে দিতে হবে এর পর একটা প্লেটে দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudeshna Chakraborty
Sudeshna Chakraborty @cook_17062761

মন্তব্যগুলি

Similar Recipes