ফ্লাওয়ার আলু ও কর্ন সিঙ্গাড়া (flower aloo and corn singara recipe in Bengali)

Aparajita Dutta
Aparajita Dutta @cook_9630376
Delhi

#আমার প্ৰিয় স্ন্যাকস রেসিপি
#goldenapron3

সিঙ্গাড়া তো আমাদের সবারই খুব প্রিয়। সেই চেনাচরিত সিঙ্গাড়া কে আজ আমি এক অন্য রূপে নিয়ে এলাম। এই সিঙ্গাড়া যেমন দেখতে সুন্দর খেতেও অসাধারণ।

ফ্লাওয়ার আলু ও কর্ন সিঙ্গাড়া (flower aloo and corn singara recipe in Bengali)

#আমার প্ৰিয় স্ন্যাকস রেসিপি
#goldenapron3

সিঙ্গাড়া তো আমাদের সবারই খুব প্রিয়। সেই চেনাচরিত সিঙ্গাড়া কে আজ আমি এক অন্য রূপে নিয়ে এলাম। এই সিঙ্গাড়া যেমন দেখতে সুন্দর খেতেও অসাধারণ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. খোল এর জন্য
  2. 1.5 কাপময়দা
  3. 3টেবিল চামচ ঘি
  4. স্বাদমতোনুন
  5. ফিলিং এর জন্য
  6. 3টে আলু সেদ্ধ করে চটকে নেওয়া
  7. 1/2 কাপসেদ্ধ করা কর্ন
  8. 1/4 কাপসেদ্ধ করা মটর
  9. 1টাপেঁয়াজ কুচি
  10. 1/2 চা চামচআদা বাটা
  11. 1 চা চামচরসুন বাটা
  12. 1 চা চামচজিরা পাউডার
  13. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  14. 1 চা চামচধনে গুঁড়ো
  15. 1/2 চা চামচগরম মসলা গুঁড়ো
  16. 1 চা চামচচাট মসলা গুঁড়ো
  17. স্বাদমতোনুন
  18. 2 চা চামচতেল
  19. 2 চা চামচধনেপাতা
  20. পরিমান মতোভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটা বড়ো পাত্রে ময়দা ও খোল বানানোর বাকি উপকরণ দিয়ে ভালো করে মেখে 20 মিনিট ঢাকা দিয়ে রাখা হলো।

  2. 2

    কড়াই তে তেল গরম করে পেঁয়াজ ভেজে নেওয়া হলো। এবার আদা রসুন বাটা দিয়ে কষে নেওয়া হলো।

  3. 3

    এবার আলু ও সব গুঁড়ো মসলা মিশিয়ে মেশানো হল। সিদ্ধ কর্ন ও সিদ্ধ মটর মিশিয়ে নুন চেখে নেওয়া হলো। পুর তৈরি।

  4. 4

    এবার ময়দা মাখা থেকে লেচি কেটে একটি গোল রুটি বানানো হলো। এটির ধারগুলো কেটে চৌকো বানান হলো।

  5. 5

    এবার সবকটা ধার মাঝখানে আনা হলো। উল্টো করে পুর রাখা হলো।

  6. 6

    পুর রেখে আবার চারটে কোনা একসঙ্গে করা হলো। এবার খালি জায়গাগুলো হাত দিয়ে চিপে জুড়ে দাওয়া হলো।

  7. 7

    এবার এটাকে আবার উল্টে নেওয়া হলো ও ফুল এর পাপড়ি গুলো খুলে নেওয়া হলো।

  8. 8

    এবার এই তৈরি সিঙ্গাড়া গুলো ডুবো তেলে সোনালী হওয়া পর্যন্ত ভেজে তুলুন। আঁচ মধ্যম থাকবে।

  9. 9

    নিজের পছন্দের সস দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparajita Dutta
Aparajita Dutta @cook_9630376
Delhi

মন্তব্যগুলি

Similar Recipes