ডিমের ডেভিল চপ (dimer devil chop recipe in Bengali)

Aparajita Dutta
Aparajita Dutta @cook_9630376
Delhi

#আমার প্রিয় স্ন্যাকস রেসিপি
#goldenapron3

ডিমের ডেভিল চপ কলকাতার একটি বিখ্যাত স্ট্রিট ফুড। বিকেলের স্ন্যাকস এর জন্য এই ডেভিল চপ বানালে সবাই খুব খুশি হবে তাতে সন্দেহ নেই।

ডিমের ডেভিল চপ (dimer devil chop recipe in Bengali)

#আমার প্রিয় স্ন্যাকস রেসিপি
#goldenapron3

ডিমের ডেভিল চপ কলকাতার একটি বিখ্যাত স্ট্রিট ফুড। বিকেলের স্ন্যাকস এর জন্য এই ডেভিল চপ বানালে সবাই খুব খুশি হবে তাতে সন্দেহ নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 4টে ডিম সিদ্ধ
  2. 1 কাপআলু সিদ্ধ করে চটকানো
  3. 200 গ্রামবেসন
  4. 2 কাপব্রেড ত্রুম্ব
  5. 2 টি পিয়াজ কুচানো
  6. 1 চা চামচআদা বাটা
  7. 1 চা চামচরসুন বাটা
  8. 1 চা চামচলঙ্কা কুচি
  9. স্বাদমতোনুন
  10. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  11. 1 চা চামচলঙ্কাগুঁড়ো
  12. 2 চা চামচধনেপাতা কুচি
  13. প্রয়োজন অনুযায়ীতেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কড়াই তে তেল গরম করে রসুন ও কাঁচালঙ্কা ভেজে নেওয়া হলো। এরপর আদা ও পিয়াজ ভাজা হলো। আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো।

  2. 2

    নুন ও বাকি মসলা দিয়ে মিশিয়ে নেওয়া হলো। ধনেপাতা মিশিয়ে নেওয়া হলো। পুর তৈরি।

  3. 3

    ডিমগুলো আধা করে কেটে নেওয়া হলো। প্রত্যেক টুকরো আলু দিয়ে ঢেকে দাওয়া হলো।

  4. 4

    সবকটা এইভাবে গড়ে নিয়ে বেসন এ চুবিয়ে ব্রেড ত্রুম্ব দিয়ে কোট করে রাখা হলো।

  5. 5

    ডুবো তেলে সোনালী করে ভাজা হলো।

  6. 6

    পছন্দমতো সস ও সালাড দিয়ে পরিবেশন করা হলো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aparajita Dutta
Aparajita Dutta @cook_9630376
Delhi

Similar Recipes