মজাদার চিকেন মশলা ফ্রাই (mojadar chicken masala fry recipe in Bengali)

Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি

#আমারপছন্দেররেসিপি
হটাৎ বাড়িতে বন্ধুদের আগমন এবং আড্ডার মাঝে বানিয়ে ফেলুন এই সুস্বাদু মজাদার রেসিপিটি

মজাদার চিকেন মশলা ফ্রাই (mojadar chicken masala fry recipe in Bengali)

#আমারপছন্দেররেসিপি
হটাৎ বাড়িতে বন্ধুদের আগমন এবং আড্ডার মাঝে বানিয়ে ফেলুন এই সুস্বাদু মজাদার রেসিপিটি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4-6 সারভিংস
  1. 6-7টা চিকেন লেগ পিস
  2. 2 চা চামচআদা রসুন বাটা
  3. 4 চা চামচবেরেস্তা বাটা
  4. 1 চা চামচএলাচি গুঁড়ো
  5. 1/2 চা চামচদারচিনি গুঁড়ো
  6. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  7. 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  8. 2 চা চামচ টক দৈ
  9. 2 চা চামচফ্রেশ ক্রিম
  10. 3-4 ফোঁটালেবুর রস
  11. স্বাদ মতোনুন ও চিনি
  12. আন্দাজমতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন লেগ পিস গুলো ভালো করে ধুয়ে গায়ে ছুরি দিয়ে সামান্য কেটে দিতে হবে.

  2. 2

    প্রথমে লেবুর রস মাখিয়ে তারপর ফ্রেশ ক্রিম বাদে অন্যান্য উপকরণ গুলো মাখিয়ে 3-4 ঘন্টা ম্যারিনেট করতে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে.

  3. 3

    3-4 ঘন্টা পর কড়াইয়ে তেল গরম করে কম আঁচে ম্যারিনেট করা চিকেন পিস গুলো দিয়ে ভালো করে কষাতে হবে এবং ঢাকা দিয়ে রেখে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়াতে হবে. সমস্ত মসলা ও চিকেন ভালো করে ভাজা হলে ফ্রেশ ক্রিম মিশিয়ে আরো কিছুক্ষন রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি
টিচার, রান্না আমার passion
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes