এঁচোড় চিংড়ি (echor chingri recipe in Bengali)

Shrabani Biswas Patra
Shrabani Biswas Patra @rondhon_1993

এঁচোড় চিংড়ি (echor chingri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
6জন
  1. 500 গ্রামএঁচোড়
  2. 250 গ্রাম চিংড়ি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া
  3. 4 টে মাঝারিআলু ডুমো করে কাটা
  4. 2 টো পেঁয়াজ কুচি
  5. 1 টেবিল চামচপেঁয়াজ বাটা
  6. 1চা চামচ রসুন বাটা
  7. 1চা চামচ আদা বাটা
  8. 1 চা চামচধোনে গুঁড়ো
  9. 1চা চামচজিরে গুঁড়ো
  10. 1চা চামচকাঁচা লঙ্কা বাটা
  11. 1 চা চামচগোটা জিরে
  12. 2 টোতেজপাতা
  13. 1চা চামচগোটা গরম মসলা বাটা
  14. 2চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  15. 2 টোটমেটো কুচি
  16. 2 চা চামচঘি
  17. স্বাদ অনুসারেনুন
  18. 1/2 চা চামচ হলুদ
  19. 1চা চামচচিনি
  20. পরিমান মতোরান্নার জন্যে সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে এঁচোর কেটে হালকা সেদ্ধ করে নিতে হবে ।

  2. 2

    চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    আলু নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে নিতে হবে।

  4. 4

    করাই তে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা, গোটা জিরে ফোরণ দিয়ে একটু গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।

  5. 5

    পেঁয়াজ একটু লাল হলে টমেটো কুচি দিয়ে নাড়তে হবে।

  6. 6

    টমেটো গোলে গেলে ওর মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে নাড়তে হবে।

  7. 7

    একটু কোষলে জিরে গুঁড়ো,ধোনে গুঁড়ো, নুন, হলুদ দিয়ে কষতে হবে। সামান্য চিনিও দিয়ে দিতে হবে।

  8. 8

    মসলা থেকে তেল ছেড়ে আসলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষন নেড়ে গরম মসলা বাটা দিয়ে কষিয়ে এঁচোর, ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ দিয়ে কষিয়ে গরম জল দিয়ে দিতে হবে।

  9. 9

    ঝোল একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে গ্যাস সিমে করে রাখতে হবে।

  10. 10

    এবার সব কিছু সেদ্ধ হলে নুন মিষ্টি চেখে ঘি ছড়িয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিলেই রেডি এঁচোর চিংড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shrabani Biswas Patra
Shrabani Biswas Patra @rondhon_1993

মন্তব্যগুলি

Similar Recipes