ফিশ রেজালা (fish rezala recipe in Bengali)

Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
২ জন
  1. ৩ টুকরো পোনা মাছ
  2. ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  3. ২ টেবিল চামচ আদা রসুন বাটা
  4. ২ টেবিল চামচ কাজুবাদাম বাটা
  5. ২ টেবিল চামচ ফেটানো টক দই
  6. ১ টেবিল চামচ ভিনিগার
  7. ১ টেবিল চামচ জিরা গুঁড়ো
  8. ১ চা চামচ সাজিরে
  9. ১ টুকরো দারুচিনি
  10. ৩ টে গোটা লবঙ্গ
  11. ৩ টে গোটা এলাচ
  12. ১ টাস্টার অ্যানিস
  13. ১ টা গোটা শুকনো লঙ্কা
  14. ২ টো চেরা কাঁচা লঙ্কা
  15. ২ টো তেজপাতা
  16. ১ চা চামচ মরিচ গুঁড়া
  17. ১ টেবিল চামচ কেওড়া জল
  18. ১ টেবিল চামচ গরম মসলা গুঁড়ো
  19. স্বাদমতোলবণ
  20. ১ চা চামচ চিনি
  21. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  22. ১ টেবিল চামচ ঘি
  23. পর্যাপ্ত পরিমাণসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে মাছগুলোকে ধুয়ে ভালো করে লবণ, হলুদ,ভিনেগার মাখিয়ে রাখতে হবে আধা ঘন্টা।

  2. 2

    তারপর কড়াইয়ে তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।

  3. 3

    ওই তেলে শুকনো লঙ্কা, সাজিরে তেজপাতা,অ্যানিস স্টার, লবঙ্গ দারুচিনি,ও এলাচ গুলো কে ফাটিয়ে তেলেফোড়ন দিতে হবে।

  4. 4

    এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা, আদা-রসুনবাটা, তেলে দিয়ে দিতে হবে।খানিকক্ষণ নাড়াচাড়া করে তাতে দিয়ে দিতে হবে,লবণ, চিনি,জিরেগুঁড়ো কাজুবাদাম বাটা।

  5. 5

    এবার ভাল করে মশলা টা কষাতে হবে। ভালো কষানো হলে তাতে দিয়ে দিতে হবে ফেটানো টক দই।

  6. 6

    আবারো নাড়াচাড়া করে জল দিতে হবে। জল ফুটে উঠলে তাতে দিয়ে দিতে হবে ভাজা মাছ এবং। গ্যাস একদম লো করে দিতে হবে।

  7. 7

    কিছুক্ষণ ফোটার পর তাতে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা ও গোলমরিচ গুঁড়ো।

  8. 8

    এবার গ্যাস টা বন্ধ করে দিতে হবে।আর ওপর থেকে ঘি,গরম মসলা গুঁড়ো, ও কেওড়া জল দিয়ে নামিয়ে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে ফিশ রেজালা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

মন্তব্যগুলি

Similar Recipes