কলকাতা স্টাইল আন্ডা বিরিয়ানী (kolkata style anda biryani recipe in Bengali)

Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

কলকাতা স্টাইল আন্ডা বিরিয়ানী (kolkata style anda biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

90 মিনিট
4 জন
  1. 500 গ্রামবাসমতী চাল
  2. 4টি ডিম
  3. 2টি আলু
  4. 2টি তেজপাতা
  5. 1টেবিল চামচ গোটা গরম মসলা
  6. 2টেবিল চামচ দুধ
  7. 1চা চামচ গোলাপজল
  8. 1চা চামচ কেওড়া জল
  9. 4 ফোঁটামিঠা আতর
  10. 1চিমটিকেশর
  11. 1চা চামচ নুন
  12. 4টেবিল চামচ সাদা তেল
  13. 4টেবিল চামচ ঘি
  14. 1চা চামচ হলুদ গুঁড়ো
  15. 2টেবিল চামচ বিরিয়ানির মসলা

রান্নার নির্দেশ সমূহ

90 মিনিট
  1. 1

    প্রথমে চাল টাকে ধুয়ে অন্ততপক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর বিরিয়ানি যে ডেকচিতে করব তাতে জল দিয়ে,জল গরম হলে পরিমাণমতো গোটা গরম মসলা, তেজপাতা ও নুন দিয়ে দিতে হবে।তারপর চালটা দিয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে অন্তত 80 শতাংশ সেদ্ধ হওয়া অবধি। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ভাতটা কে আলাদা করে নিতে হবে।

  2. 2

    আলু গুলো অর্ধেক করে কেটে সেদ্ধ করে নিতে হবে। তার সাথে ডিম ও সেদ্ধ করে নিতে হবে। তারপর আলু এবং ডিম ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    একটা বাটিতে দুধ,কেশর,গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতর ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর যে ডেকচিতে বিরিয়ানি হবে তাতে প্রথমে কিছুটা পরিমাণ ভাত নিচে দিতে হবে। তারপর তার ওপর যে দুধের মিশ্রণ তৈরি করে রাখা আছে সেটা ও ঘি চামচে করে ছড়িয়ে দিতে হবে এবং বিরিয়ানির মসলা অল্প করে ছড়িয়ে দিতে হবে।তারপর আবার আর একটা ভাতের স্তর উপরে দিতে হবে এবং এই ভাবেই বারেবারে যতটা ভাত আছে পুরোটা সাজিয়ে নিতে হবে তারপর উপরে আলু এবং ডিম সাজিয়ে দিয়ে উপর থেকে ভালোভাবে আবার বিরিয়ানির মসলা ও দুধের মিশ্রণ ছড়িয়ে দিতে হবে।

  4. 4

    এবার উপর থেকে ঢাকা ঢাকা চাপা দিয়ে গ্যাসে বসাতে হবে। দমে অন্তত 40 থেকে 45 মিনিট রাখতে হবে তারপর গরম গরম পরিবেশন করে দিতে হবে কলকাতা স্টাইলিশ আন্ডা বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

মন্তব্যগুলি

Similar Recipes