রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কিলোআলু
  2. 2 চা চামচআদা বাটা
  3. 5চা চামচপেঁয়াজ বাটা
  4. 1 চা চামচরসুন বাটা
  5. 1 চা চামচকাজুবাদাম বাটা
  6. 1.5 চামচহলুদ গুঁড়ো
  7. 1চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 1চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. স্বাদমতোচেরা কাঁচালঙ্কা
  10. 1টেবিল চামচঘি
  11. 1চা চামচগরম মশলা গুঁড়ো
  12. 2 টিতেজপাতা
  13. 1/2 চা চামচগোটা জিরে
  14. 1চা চামচজিরে গুঁড়ো
  15. 4চা চামচসরষের তেল
  16. 2 টিটমেটো (বড় কুচি করা)
  17. 1 চা চামচচিনি
  18. স্বাদমতোনুন
  19. 1 কাপধনে পাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আলু খোসা ছাড়িয়ে আধা করে কেটে ভেজে নিন।

  2. 2

    কড়াতে তেল গরম করে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিন। তারপর পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে ভাজুন।

  3. 3

    ভাজার গন্ধ বেরোলে টমেটো কুচি দিয়ে নাড়ুন।একটু চিনি দিন।

  4. 4

    ভাজা হয়ে গেলে আদা বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো্ ও ফেটানো টক দই দিয়ে কষুন যতক্ষণ না তেল ছেড়ে আসছে।এরপর আলুগুলো দিয়ে দিন।একটু জল দিন।

  5. 5

    ফুটে গেলে মাখা মাখা হয়ে এলে ঘি, চেরা কাঁচালঙ্কা, ধনে পাতা কুচি ও গরমমশলা ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aparajita Dutta
Aparajita Dutta @cook_9630376
Delhi

মন্তব্যগুলি

Similar Recipes