ড্রাই ফুড ঠান্ডাই(dry fruit thandai recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

ড্রাই ফুড ঠান্ডাই(dry fruit thandai recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টেবিল চামচ কাজু
  2. ১ টেবিল চামচ কিসমিস
  3. ২ টেবিল চামচমগজ বিজ
  4. ৭-৮টিবাদাম
  5. ৬-৭ টিপিস্তা
  6. ১ টেবিল চামচ মৌরী
  7. ১০-১১টিগোলমরিচ
  8. ৫-৬টিবরফের টুকরো
  9. ২ টি ছোট এলাচ
  10. ২ কাপদুধ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম আমি সব সামগ্রী গুলো একজায়গায় করে তারপর একটা বাউলে কাজু, কিসমিস, মগজ বিজ, মৌরী, এলাচ, গোলমরিচ, বাদাম, পিস্তা সব দিয়ে দিতে হবে ।

  2. 2

    এবার জল দিয়ে ৪-৫ ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে । আর জদি গরম জল দেওয়া হয় তাহলে ১-২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে । তারপর ৪-৫ ঘন্টা পর একটা মিক্সিং জারে ভিজিয়ে রাখা সব ড্রাই ফুড গুলো দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে ।

  3. 3

    এবার ১ কাপ জল দিয়ে মিশিয়ে ছাঁকনির সাহায্যে ছেকে নিতে হবে । ভালো গ্রাইন্ড হলে না ছেকে ই খাওয়া যায় । এবার একটা পাত্রে রেখে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ৩-৪ টুকরো বরফ দিয়ে পরিবেশন করুন ।

  4. 4

    এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes