ড্রাই ফ্রুটস মিঠাই (Dry fruits mithai recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#cookpadTurns 4
#week2
কুকপেড গ্রুপের জন্ম দিন আর মিষ্টিমুখ হবেনা তা কি হয় | তাই আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়ে মিষ্টি বানিয়েছি । এটি চিনি ছাড়া তৈরী ,তাই বাচ্চাদের দাঁত খারাপ হবার ও ভয় নেই ,সুগারের রোগী ,বা যারা ডায়েট করেন তাদের পক্ষে ওখাওয়া নিরাপদ | এখানে আমি খেজুর পেস্ট করে নারকেল কোরা ,কিসমিস , কাজু ,আমন্ড বাদামও আরো কয়েকটি উপকরণদিয়ে এটি বানিয়েছি । এটি তৈরী করা সহজ এবং অনেক দিন মজুত করে রাখা যায় | খেতে বেশ সুস্বাদু ও হয় | সুগারের রোগী মিষ্টি খাবার ইচ্ছে হলে এক - আধটা খেতেই পারেন |

ড্রাই ফ্রুটস মিঠাই (Dry fruits mithai recipe in Bengali)

#cookpadTurns 4
#week2
কুকপেড গ্রুপের জন্ম দিন আর মিষ্টিমুখ হবেনা তা কি হয় | তাই আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়ে মিষ্টি বানিয়েছি । এটি চিনি ছাড়া তৈরী ,তাই বাচ্চাদের দাঁত খারাপ হবার ও ভয় নেই ,সুগারের রোগী ,বা যারা ডায়েট করেন তাদের পক্ষে ওখাওয়া নিরাপদ | এখানে আমি খেজুর পেস্ট করে নারকেল কোরা ,কিসমিস , কাজু ,আমন্ড বাদামও আরো কয়েকটি উপকরণদিয়ে এটি বানিয়েছি । এটি তৈরী করা সহজ এবং অনেক দিন মজুত করে রাখা যায় | খেতে বেশ সুস্বাদু ও হয় | সুগারের রোগী মিষ্টি খাবার ইচ্ছে হলে এক - আধটা খেতেই পারেন |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৭-৮ জন
  1. ১ কাপ শুকনো খেজুর
  2. ১ কাপ নারকেল কোরা
  3. ৩ চা চামচ কাজুবাদাম
  4. ৩ চা চামচ আমন্ড বাদাম
  5. ৫চা চামচ কিসমিস
  6. ৩ চা চামচ চার মগজ রোস্ট করা
  7. ৫-৬ টা চেরি কুচি করা
  8. ৪চা চামচ পোস্ত দানা
  9. ৮-১০টা ছোট এলাচ থেঁতো করা
  10. ১/২ কাপ দুধ
  11. ১/২ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে খেজুর টুকরো করে বীজ ছাড়িয়ে রাখতে হবে | পোস্তদানা শুকনো কড়াই বা প্যানে ভেজে সরিয়ে রেখে দিতে হবে |

  2. 2

    নারকেল কুরিয়ে রাখতে হবে Iগ্যাসে প্যান বসিয়েতাতে নারকেল কোরাটা শুকনো নেড়ে.নিতে হবে | সেটাও সরিয়ে রাখতে হবে |প্যানে ১ চা চামচ ঘি দিয়ে তাতে কাজু, কিসমিস,আমন্ড বাদাম ভেজে নিতে হবে |আমন্ড বাদাম সামান্য কুচিয়ে বা হাফ গুঁড়ো করে নিতে হবে |

  3. 3

    ঐ প্যানেই.খেজুর দিয়ে একটু নরম করে নিতে হবে | সামান্য দুধ দিয়ে খেজুরটা গরম করে নাড়তে হবে এতে খেজুরটা নরম পেস্ট মত হয়ে যাবে |

  4. 4

    এবার ঐ নরম খেজুরের পেস্টে ভাজা বাদাম কিসমিস,নারকেল কোরা,চার মগজ রোস্ট, এলাচ গুঁড়া ও সামান্য রোস্টেড পোস্তদানা মেশাতে হবে |

  5. 5

    এবার সেটা হাত দিয়ে চেপে রোল করে উপর দিয়ে চেরী কুচি ও বাকি পোস্ত ছড়িয়ে মিশিয়ে দিতে হবে | এবার সেটা ঠান্ডা করতে দিতে হবে ।

  6. 6

    মিঠাই সেট হবার জন্য সেটা বাটার পেপারে মুড়ে ফ্রিজে ১ ঘণ্টা রাখতে হবে | এবার ১ ঘন্টা পর ইচ্ছা মত কেটে পরিবেশন করতে হবে | কুকপেড এর জন্ম দিন উপলক্ষে একজন সদস্য হিসাবে আমি এই মিঠাই সবাই কার জন্য পরিবেশন করলাম | এখন বলো কেমন লাগলো তোমাদের |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes