পাউরুটির গোলাপ জামুন( pUritir gulab jamun recipe in Bengali

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

পাউরুটির গোলাপ জামুন( pUritir gulab jamun recipe in Bengali

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬জনের জন্য
  1. ১৫ পিস পাউরুটি
  2. ১কাপ দুধ পাউডার
  3. ১ চা চামচঘি
  4. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  5. প্রয়োজন অনুযয়ী জল
  6. ১ কাপচিনি
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. ১/২ চা চামচ বেকিং পাউডার
  9. প্রয়োজন অনুযায়ীদুধ
  10. ৪ টি ৪টে

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পাউরুটির ধার গুলি কেটে নিয়েছি৷ এবার পাউরুটিতে একটু একটু করে দুধ দিয়ে ভালো করে চটকে নিয়ে ৬চামচ চিনি,দুধ পাউডার,ঘি৭-৮চামচ,বেকিং পাউডার দিয়ে ভালো করে চটকে মেখে একটা নরম ডো বানিয়েছি ৷এবার ডো থেকে একটু করে নিয়ে গোল গোল করে জামুন বানিয়েছি ৷

  2. 2

    তার পর গ্যাস এ কড়াই বসিয়ে গরম হলে তেল আর ঘি দিয়ে হাল্কা গরম হলে(কম আচে) জামুন গুলি লালচে করে ভেজে তুলে নিয়েছি৷

  3. 3

    এবার গ্যাস এ একটা পাএ বসিয়ে ২কাপ জল দিয়ে ফুটে উঠলে ১কাপ চিনি আর এলাচ দিয়ে ফুটিয়ে সিরা বানিয়ে নিয়েছি ৷এবার ভাজা জামুন গুলি সিরা তে দিয়ে ৫-১০মিনিট ডুবিয়ে জামুন গুলি তুলে নিতে হবে (না হলে ভেঙে যাবে)৷

  4. 4

    এবার একটা প্লেটে পরিবেশন করেছি ৷এই জামুন খেতে দারুণ লাগে ৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

Similar Recipes