নারকেল কোড়া দিয়ে সাবুর খিচুড়ি(narkel kora diye sabur khichuri recipe in Bengali)

Arpita Pal
Arpita Pal @cook_19991100
কলকাতা

#goldenapron3
Sub - coconut

নারকেল কোড়া দিয়ে সাবুর খিচুড়ি(narkel kora diye sabur khichuri recipe in Bengali)

#goldenapron3
Sub - coconut

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4-5 জন
  1. 400 গ্রামবড় সাবু দানা
  2. 225 গ্রামসোনা মুগ ডাল
  3. 1/2 মালা নারকেল কোড়া(ইচ্ছানুযায়ী বেশি বা কম দেওয়া যাবে)
  4. 1টি বড় আলু ডুমো করে টুকরো করে নেওয়া
  5. 1টি ছোট টমেটো
  6. 2টি শুকনো লঙ্কা
  7. 4টিতেজপাতা
  8. 1চা চামচসাদা জিরে
  9. স্বাদ অনুযায়ীচেরা/গোটা/বাটা কাঁচা লঙ্কা
  10. 2চা চামচ আদা বাটা
  11. 1টেবিল চামচ জিরে গুঁড়ো
  12. স্বাদ অনুযায়ীনুন
  13. স্বাদ অনুযায়ীচিনি আন্দাজমতো(আমি এই রান্নাটা একটু মিষ্টি পছন্দ করি)
  14. 1চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. 4টেবিল চামচ সাদা তেল
  16. 2টেবিল চামচ ঘি
  17. 2চা চামচ হলুদ গুঁড়ো
  18. 1/2চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে শুকনো খোলায়(কড়াইতে) সাবু দিয়ে মাঝারি থেকে কম আঁচে ভালো করে ভেজে নিয়ে, সেটা কয়েকবার ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 30 মিনিট।বেশি রাখলেও ক্ষতি নেই।

  2. 2

    একই ভাবে মুগডাল ও শুকনো খোলায় ভেজে, ধুয়ে, জলে ভিজিয়ে রাখতে হবে।

  3. 3

    নারকেল কোরানি দিয়ে কুড়িয়েও নিতে পারেন। কিন্তু আমি নারকেল কে টুকরো করে খোলা থেকে বের করে, পেছনের কালো অংশটা ছাড়িয়ে, তারপর টুকরো করে মিক্সিতে বেটে নিই।

  4. 4

    এইবার কড়াইতে তেল গরম করে তাতে, কেটে, ধুয়ে রাখা আলু গুলো অল্প হলুদ ও একটু নুন দিয়ে ভালো করে ভেজে তুলে রেখে দিতে হবে।

  5. 5

    বাকি তেলে ঘি দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা ও সাদা জিরে ফোড়ন দিতে হবে।

  6. 6

    এইবার টমেটো কুচি গুলো দিয়ে নাড়াচাড়া করে একে একে তাতে, আদা বাটা, জিরে গুঁড়ো, কাঁচা লংকা, নুন, হলুদ, মিষ্টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে তাতে ভেজানো মুগডাল দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ হতে দিতে হবে।

  7. 7

    ডাল 80% সেদ্ধ হয়ে গেলে সবুটা দিয়ে দিতে হবে।দরকারমত গরমজল দিতে হতে পারে।

  8. 8

    সবুটা যখন আর দাঁতে লাগবে না,তখন রান্নাটা তৈরি হয়ে গেছে বুঝতে হবে।

  9. 9

    এইবার নারকেল কোড়া/বাটা আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রাখলেই সাবুর খিচুড়ি তৈরি।

  10. 10

    এইবার আলু/বেগুন ভাজা বা নিজের পছন্দের যে কোনো ভাজার সাথে পরিবেশন করুন সুস্বাদু এই খিচুড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Pal
Arpita Pal @cook_19991100
কলকাতা
হোমবেকার।তাছাড়া রান্না করতেও খুব ভালোবাসি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes