মিক্সড ভেজিটেবিল চাউ(mix vegetable chow recipe in Bengali)

Poulami Sen
Poulami Sen @cook_18123741

মিক্সড ভেজিটেবিল চাউ(mix vegetable chow recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪জন
  1. ১ টাবড় প্যাকেট চাউ
  2. ১ টাগাজর
  3. ১ টাক্যাপসিকাম
  4. ১ টাপেঁয়াজ
  5. ১ প্যাকেটচাউ মসলা
  6. স্বাদ অনুযায়ী নুন
  7. 1 টেবিল চামচগ্রীন চিলি সস
  8. 2 টেবিল চামচভিনিগার
  9. 4 টেবিল চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে সবজিগুলো লম্বা কুচি করে নিতে হবে এবং সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    বড় একটা পাত্রে চাউ পরিমাণ মতো জলে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা জলে আবার ধুয়ে সেটাকে একটা পাত্রে পাতিয়ে জল শুকিয়ে নিতে হবে।

  3. 3

    কড়াইতে পরিমান মত সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি, গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে তারপর তাতে বাঁধাকপি কুচি এবং স্বাদমতো লবণ দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।

  4. 4

    সব্জি ভাজা হলে তাতে চাউ মসলা দিয়ে মিক্স করে সেদ্ধ করে রাখা চাউ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এবার ওই চাউ এর মধ্যে ভিনিগার এবং গ্রীন চিলি সস দিয়ে ভাল করে মিক্স করে জোর আঁচে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে মিক্সড ভেজিটেবিল চাউ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Poulami Sen
Poulami Sen @cook_18123741

মন্তব্যগুলি (2)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
দারুন 👌👌
আমার রেসিপি ভালো লাগলে কমেন্টস এন্ড অনুসরণ দিও

Similar Recipes