টমেটোর মিষ্টি চাটনি(Tomator chutney recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

টমেটোর মিষ্টি চাটনি(Tomator chutney recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১২ মিনিট
৫ জনের জন্য
  1. ২৫০ গ্রাম টমেটো
  2. ৪-৫টেবিল চামচচিনি
  3. ১ চা চামচআদাবাটা
  4. ১ চা চামচপাঁচফোড়ন
  5. ১ টিশুকনো লঙ্কা
  6. ১ চা চামচসরষে তেল
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. ১/৪ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

১২ মিনিট
  1. 1

    টমেটো ধুয়ে ছোটো ছোটো টুকরো কেটে নিতে হবে।

  2. 2

    কড়া তে তেল গরম করে তাতে লংকা র পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আদাবাটা দিয়ে ১ মিনিট নাড়িয়ে টমেটোর টুকরো ছাড়তে হবে।

  3. 3

    এবার নুন চিনি মিশিয়ে ভালো করে নাড়তে হবে। জল মিশিয়ে ঢাকনা ঢেকে ফুটতে দিতে হবে। এরপর পাঁচ মিনিট মধ্যম আঁচে ঢেকে রাখতে হবে। টমেটো গলে গেলে তৈরি টমেটোর চাটনি

  4. 4

    একটি সুন্দর পাত্রে ঢেলে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes