কড়াই চিকেন (karai chicken recipe in Bengali)

Surodeep Banerjee
Surodeep Banerjee @cook_21737919

#আমারপ্রথমরেসিপি
#চলো রান্না করি

কড়াই চিকেন (karai chicken recipe in Bengali)

#আমারপ্রথমরেসিপি
#চলো রান্না করি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৭৫০ গ্ৰামমুরগির মাংস
  2. ৪ টে মাঝারিটমেটো
  3. ৫ টা মাঝারিপেঁয়াজ
  4. ৪-৫ টাকাঁচা লঙ্কা
  5. ১ প‍্যাকেটআদা বাটা
  6. ১ প‍্যাকেটরসুন বাটা
  7. ১ আঁটিধনে পাতা (না ও দিতে পারেন)
  8. ১০০-১৫০ গ্ৰামটক দই
  9. ১ প‍্যাকেটফ্রেশ ক্রিম
  10. ২ চা চামচগোটা জিরা
  11. ৩ টুকরোদারচিনি (এক ইঞ্চি করে)
  12. ৪ টেলবঙ্গ
  13. ৩ টেতেজপাতা
  14. ১/২ চা চামচলাল ল‌ঙকা গুঁড়া (পরে প্রয়োজনে আর‌ও মেশানো যেতে পারে)
  15. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা
  16. ১ চা চামচ গোটা ধনে
  17. ১ চা চামচগোলমরিচ গুঁড়ো
  18. ১ চা চামচহলুদ গুঁড়ো
  19. ২ টিশুকনো লাল ল‌ঙকা
  20. স্বাদ অনুযায়ীলবন
  21. ৮-১০ চা চামচসাদা তেল
  22. ২-৩ টিবড় এলাচ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মুরগির মাংস দ‌ই মাখিয়ে ম‍্যারিনেট করে রাখুন কমপক্ষে আধ ঘন্টা

  2. 2

    একটি নন স্টিকি ফ্রাইং প‍্যান বা কড়াই ধিমি আঁচে গরম করে তাতে জিরা, দারচিনি, লবঙ্গ, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, গোল মরিচ ঢেলে হালকা আঁচে হালকা রোস্ট বা ভেজে নিন। এরপর এই মিশ্রণটিকে গুঁড়ো করে নিয়ে আলাদা করে রাখুন (মশলা মিশ্রণ গুঁড়ো), জয়িত্রী ব‍্যবহার করতে পারেন।

  3. 3

    পেঁয়াজ কেটে মিক্সার গ্ৰাইন্ডার মেশিনে পেস্ট করে নিন (এই ধাপটি এড়িয়ে যেতে ও পারেন)

  4. 4

    প‍্যান বা কড়াই এ তেল দিয়ে, তেল হালকা গরম হলে মেরিনেট করা চিকেনের টুকরো গুলো ছেড়ে দিন, ৫ মিনিট হালকা আঁচে কষুন বা ফ্রাই করুন। হয়ে গেলে এগুলো আলাদা একটি পাত্রে রাখুন।

  5. 5

    ঐ‌ প‍্যান বা কড়াইতে আবার তেল দিন। আঁচ কমিয়ে দিন। তেজপাতা দিয়ে দিন। কুচি করে কেটে রাখা টোম্যাটো মেশান। নাড়তে থাকুন। এরপর হলুদ, লাল ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিন। ৩-৪ মিনিট নাড়ুন। এরপর পেঁয়াজ, আদা, রসুন পেস্ট মেশান। আবার ২-৩ মিনিট নাড়ুন।

  6. 6

    এবার মশলা মিশ্রণ গুঁড়ো মিশিয়ে দিন। ২ মিনিট ভালো করে নাড়ুন। চিকেন দিয়ে দিন।এই সময়ে প্রয়োজন মতো জল মেশান। আবার নাড়ুন। আন্দাজ মতো লবন মিশিয়ে দিন, কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিন। অল্প আঁচে ২০ মিনিট মতো রাখুন, মাঝে মাঝে ঢাকা তুলে দেখে নিন জলের পরিমাণ ও মাংস সেদ্ধ হচ্ছে কিনা।

  7. 7

    এবার আধ কাপ এর মতন ফ্রেশ ক্রিম মিশিয়ে দিন। নাড়তে থাকুন। স্বাদ পরীক্ষা করে নিয়ে লবন, ঝাল কিছু লাগলে মেশান। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিন।

  8. 8

    গরম গরম পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Surodeep Banerjee
Surodeep Banerjee @cook_21737919

Similar Recipes