বেগুনের মুগ ডাল (beguner moog dal recipe in Bengali)

Smita Banerjee
Smita Banerjee @cook_15813444

#চটজলদি রান্নার রেসিপি

বেগুনের মুগ ডাল (beguner moog dal recipe in Bengali)

#চটজলদি রান্নার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১০০ গ্রাম মুগ ডাল
  2. ২টো মাঝারি মাপের বেগুন
  3. ১টা মাঝারি মাপের পেঁয়াজ কুচি
  4. ৫ -৬ টা রসুন কুঁচি
  5. ১চা চামচ আদা বাটা
  6. ৫-৬ টেবিল চামচ ধনে পাতা কুঁচি
  7. ১ চা চামচ হলুদ গুুঁড়ো
  8. ১চা চামচ ধনে গুঁড়ো
  9. ১চা চামচ জিরা গুঁড়ো
  10. ১ চা চামচ কাশ্মীরি লংকার গুঁড়ো
  11. ১/২ কাপ সর্ষের তেল
  12. স্বাদ মতন লবন
  13. প্রয়োজন অনুযায়ী ফোঁড়নের জন্য গোটা গরম মশলা, তেজ পাতা, গোটা শুকনো লংকা
  14. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. ১/২ চা চামচ চিনি
  16. ৩টে কাঁচা লংকা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব উপকরন এক সাথে রাখতে হবে। বেগুন লম্বা লম্বা কেটে লবন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    মুখ ডাল প্রেসার কুকারে লবন দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  3. 3

    এবার একটা ফ্রাইং প্যানে বাকি তেল দিয়ে গোটা গরম মশলা, তেজ পাতা, শুকনো লংকা ফোড়ন দিয়ে একে একে পিঁয়াজ, রসুন, কাঁচা লংকা দিয়ে ভাজতে হবে ।

  4. 4

    সব কিছুর কাঁচা গন্ধ চলে গেলে সব মশলা দিয়ে অল্প আঁচে ভাজতে হবে। মশলা ভাজা হলে অল্প জল দিয়ে নাড়তে হবে।

  5. 5

    এরপর সেদ্ধ ডাল ওতে দিতে হবে। অল্প জল দিয়ে ফোটাতে হবে। ফুটে উঠলে ভাজা বেগুন দিতে হবে। আবার কিছুক্ষণ অল্প আঁচে ফোটাতে হবে।

  6. 6

    নামানোর আগে চিনি, ধনে পাতা, গরম মশলা গুঁড়ো, কাঁচা লংকা দিয়ে গ্যাস বন্ধ করতে হবে ।

  7. 7

    তৈরি বেগুনের মুগ ডাল । মাছ মাংস না থাকলে শুধু এটা দিয়ে ই গরম ভাত দারুন আহার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Smita Banerjee
Smita Banerjee @cook_15813444

মন্তব্যগুলি

Similar Recipes