মুগ ডালের বড়া আর মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট (Moog daler bora r moog dal lau ghanto recipe in Bengali))

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#GA4
#week21

সম্পূর্ন নিরামিষ এই রান্নাটা ভাত , রুটি বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে ।

মুগ ডালের বড়া আর মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট (Moog daler bora r moog dal lau ghanto recipe in Bengali))

#GA4
#week21

সম্পূর্ন নিরামিষ এই রান্নাটা ভাত , রুটি বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
5 জনের
  1. 500 গ্রামলাউ
  2. 100 গ্রামমুগ ডাল
  3. 1 টাশুকনো লংকা
  4. 4 টেকাঁচা লংকা
  5. 1/4 চা চামচজিরে গোটা
  6. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1/4 চা চামচলংকা গুঁড়ো
  8. 1 চা চামচধনে গুঁড়ো
  9. 1 চা চামচজিরে গুঁড়ো
  10. স্বাদ মতনুন
  11. 1 চা চামচঘি
  12. পরিমাণ মতোসর্ষের তেল
  13. 1/2 চা চামচশাহী গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে লাউ কুচিয়ে আর মুগ ডাল শুকনো কড়ায় ভেজে নিয়ে সব উপকরন একসাথে নিতে হবে ।

  2. 2

    এবার ভাজা মুগডাল ধুয়ে 40 গ্রাম সরিয়ে রাখতে হবে । বাকী 60 গ্রাম মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে 2 টো লংকা কুচি আর নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে । এবার কডায় সরসের তেল গরম করে ফেটানো মুগ ডাল বাটা থেকে বড়া ভেজে তুলে নিতে হবে ।

  3. 3

    এবার ঐ তেলের মধ্যে 2 টো কাঁচা লংকা, শুকনো লংকা আর জিরে ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিতে হবে । একটু নাড়াচাড়া করে সমস্ত গুঁড়ো মশলা আর নুন দিয়ে কসে নিতে হবে ।

  4. 4

    এবার এর মধ্যে সরিয়ে রাখা বাকী 40 গ্রাম ভাজা মুগ ডালটা দিয়ে আর‌ও একটু কসে পরিমান মত জল দিতে হবে । ফুটে উঠলে ঢাকা দিতে হবে ।

  5. 5

    ডাল আর লাউ সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে বড়া গুলো দিয়ে ঝোল পুরো শুকিয়ে গরম মশলা গুঁড়ো আর ঘী ছড়িয়ে নামাতে হবে ।

  6. 6

    ভাত বা রুটির সাথে সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes