মেছো থালি (Mecho thali recipe in Bengali)

Poulami Sen
Poulami Sen @cook_18123741

#মা২০২১
মাতৃ দিবস উপলক্ষে মায়ের পছন্দের দুটি পদ রান্না করে সবার সঙ্গে ভাগ করে নিলাম। গরম ভাতের সাথে এই দুটি পদ এক অনবদ্য জুটি।

মেছো থালি (Mecho thali recipe in Bengali)

#মা২০২১
মাতৃ দিবস উপলক্ষে মায়ের পছন্দের দুটি পদ রান্না করে সবার সঙ্গে ভাগ করে নিলাম। গরম ভাতের সাথে এই দুটি পদ এক অনবদ্য জুটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. সর্ষে বাটা :-
  2. ৪ টি বাটা মাছ
  3. ১ টি মাঝারি পেঁয়াজ কুচি
  4. ১/২ টেবিল চামচ সরষে বাটা
  5. ১/২ টেবিল চামচ পোস্ত বাটা
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ৪ টি চেরা কাঁচালঙ্কা
  8. ১/২ চা চামচ কালো জিরে
  9. স্বাদমতোনুন
  10. পরিমাণ অনুযায়ীসাদাতেল
  11. ১ টেবিল চামচ সরষের তেল
  12. পরিমাণ মতো জল
  13. ডুমুর চিংড়ি :-
  14. ২০০ গ্রাম চিংড়ি মাছ
  15. ৩০০ গ্রাম ডুমুর
  16. ১ টি মাঝারি আলু ডুমো করে কাটা
  17. ২ টি মাঝারি পেঁয়াজ কুচি
  18. ১ টি টমেটো কুচি
  19. ১ টেবিল চামচ আদা বাটা
  20. ১ টেবিল চামচ রসুন বাটা
  21. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  22. ১ চা চামচ লঙ্কার গুঁড়ো
  23. ১ চা চামচ গোটা জিরে
  24. ১ চা চামচ ধনে গুঁড়ো
  25. ১ চা চামচ জিরা গুঁড়ো
  26. স্বাদমতোনুন
  27. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  28. স্বাদমতোচিনি
  29. ১৫০ গ্রাম সাদাতেল
  30. পরিমান অনুযায়ী জল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    সর্ষে বাটা :- কড়াইতে তেল গরম করে মাছগুলো নুন, হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    ঐ তেলে কালোজিরে ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তাতে সরষে বাটা,পোস্ত বাটা,হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে নেড়েচেড়ে পরিমাণমতো জল ও চেরা কাঁচালঙ্কা দিতে হবে।

  3. 3

    ঢাকা দিয়ে ৪-৫মিনিট রান্না করার পর ভাজা মাছ গুলো দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে, ঘন হলে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    ডুমুর চিংড়ি :- প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে রাখতে হবে। ডুমুর সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে, এরপর কড়াইতে তেল গরম করে আলু গুলো ভেজে নিতে হবে।

  5. 5

    ঐ তেলে গোটা জিরে ফোঁড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা-রসুন বাটা এবং টমেটো কুচি দিয়ে সমস্ত টা ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে।

  6. 6

    টমেটো নরম হয়ে এলে তারপর একে একে নুন-হলুদ মাখানো চিংড়ি মাছ, সমস্ত গুঁড়ো মসলা, স্বাদমতো নুন দিয়ে দিতে হবে এবং সেই সাথে সামান্য একটু জল দিয়ে মসলা সহ পেঁয়াজ রসুন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে।

  7. 7

    তারপর তাতে সেদ্ধ ডুমুর ও ভাজা আলু দিয়ে দুই থেকে তিন মিনিট মত ভালো করে কষিয়ে নিতে হবে।

  8. 8

    সমস্ত টা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে ফোটাতে হবে যতক্ষণ না আলু এবং চিংড়ি মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে।

  9. 9

    মোটামুটি চিংড়ি মাছ এবং আলু সেদ্ধ হয়ে এলে স্বাদমতো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে।

  10. 10

    ঝোল মোটামুটি শুকিয়ে আসলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Poulami Sen
Poulami Sen @cook_18123741

মন্তব্যগুলি

Similar Recipes