পুর ভরা পটলের মালাইকারি (pur bhora patoler malaikari recipe in Bengali)

Puspa Saha
Puspa Saha @cook_18873806
Kolkata

#নববর্ষের রেসিপি

পুর ভরা পটলের মালাইকারি (pur bhora patoler malaikari recipe in Bengali)

#নববর্ষের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. গ্রেভির জন্য উপকরণ
  2. 4টে পটল
  3. 2টো পেঁয়াজ
  4. 5 গ্রামআদা
  5. 10 গ্রামটক দই
  6. 4টে রসুন
  7. 1 কাপনারকেলের দুধ
  8. 2 টেবিল চামচনারকেল কোরা
  9. 5গ্রাম কাজুবাদাম
  10. 5 গ্রাম চারমগজ
  11. 2টো কাঁচালঙ্কা বাটা
  12. পুর করার জন্য উপকরণ
  13. 10 গ্রামসয়াবিন কিমা
  14. 20 গ্রাম ছোলার ডাল বাটা
  15. 2 টেবিল চামচসেদ্ধ করা পেঁয়াজ বাটা
  16. 1/2 চা চামচরসুন বাটা
  17. 1/2চা চামচআদা বাটা
  18. 1 চা চামচজিরা গুঁড়ো
  19. 1চা চামচলঙ্কা গুঁড়ো
  20. 1 চা চামচধনে গুঁড়ো
  21. প্রয়োজন অনুযায়ীকাজু কিসমিস
  22. স্বাদমতোলবণ ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পটল গুলো কেটে তারপরে পটল গুলো থেকে বীজ বের করে নিতে হবে। প্রথমে পটল গুলোকে ভাল করে তেলের মধ্যে ভেজে নিতে হবে বীজগুলোকে আলাদা করে ভেজে নিতে হবে।

  2. 2

    এরপর পুর করার মধ্যে কড়াইতে তেল গরম করে তার মধ্যে সেদ্ধ করে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরেগুঁড়ো ধনেগুঁড়ো লঙ্কাগুঁড়ো টমেটো গ্রেট করা নুন মিষ্টি পরিমানমতো দিয়ে দিতে হবে। এর পর কষানো হয়ে গেলে তার মধ্যে সিদ্ধ ছোলার ডাল বাটা দিয়ে দিতে হবে তারপর সোয়াবিন কিমা দিয়ে দিতে হবে এরপর ওটার মধ্যে কাজু কিসমিস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। ভাজা পটল গুলোর মধ্যে পুর ভরে দিতে হবে

  3. 3

    এবার গ্রেভির জন্য কড়াইতে তেল গরম করে সেদ্ধ করা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাজুবাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে দই দিয়ে দিতে হবে । পরে নারকেলের দুধ দিয়ে দিতে হবে।তারপর ভালো করে কষানো হয়ে গেলে সেটার মধ্যে ওই পুর ভরা পটল গুলো দিয়ে দিতে হবে। এরপরে নারকেল কোরা দিয়ে দিতে হবে। এরপরে হয়ে গেলে একটা বাটির মধ্যে নামিয়ে ফেলতে হবে। এবার রেডি পুর ভরা পটলের মালাইকারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Puspa Saha
Puspa Saha @cook_18873806
Kolkata

Similar Recipes