নারকেল বাদাম আলুর পকোড়া(narkel badam alur pakora recipe in Bengali)

Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

#ইভিনিং স্ন্যাক্স

নারকেল বাদাম আলুর পকোড়া(narkel badam alur pakora recipe in Bengali)

#ইভিনিং স্ন্যাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ৪০০ গ্রাম সেদ্ধ আলু
  2. ৫০ গ্রাম নারকেল কোরা
  3. ৫০ গ্রাম বেসন
  4. ৫ চা চামচ বাদাম
  5. ১/২ চা চামচ গরম মশলা
  6. ১/২ চা চামচআমচুর মশলা
  7. ২টি কাঁচা লঙ্কা
  8. ৪ চা চামচধনেপাতা কুচি
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. প্রয়োজন অনুযায়ী তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    একটা পাত্র নিয়ে তারমধ্যে সেদ্ধ আলু নিয়ে চটকে নিতে হবে।

  2. 2

    তারপর তার মধ্যে নুন, গরম মশলা গুঁড়ো ও আমচুর গুঁড়ো দিয়ে দিতে হবে।

  3. 3

    এরপর ২চামচ ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিতে হবে ভালো করে মাখতে হবে

  4. 4

    এবার পুরের জন্য একটা পাত্রে নারকেল কোরা, মিক্সিতে গুঁড়ো করা বাদাম,২চামচ ধনেপাতা কুচি ও নুন দিয়ে ভালো করে মেখে রাখতে হবে

  5. 5

    এরপর ভেতরে পুর ভরে মাখানো আলু সেদ্ধ দিয়ে পকোড়া আকারে গড়ে নিতে হবে

  6. 6

    এবার বেসন ফেটিয়ে নিতে হবে গাঢ় করে।

  7. 7

    এরপর গড়ে রাখা পকোড়া বেসনে ডুবিয়ে গরম তেলে লাল করে ভেজে নিতে হবে

  8. 8

    ব্যস গরমাগরম নারকেল বাদাম আলুর পকোড়া তৈরি। টমেটো সসের সাথে গরমাগরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

Similar Recipes