রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 জন
  1. 1 কাপভেজানো কুলত্থ ডাল
  2. 5 - 6 টারসুনের কোয়া
  3. 2 টেবিল চামচপেঁয়াজ কুচি
  4. 1 মুঠোধনেপাতা কুচি
  5. 1 চা চামচকাঁচালঙ্কা কুচি
  6. স্বাদমতনুন
  7. 1/2 চা চামচভাজা জিরে গুঁড়ো
  8. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1/2 চা চামচচিনি
  10. 2 টেবিল চামচচালের গুঁড়ো
  11. পরিমান মততেল
  12. 2 টোশুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ভেজানো কুলত্ব ডাল, রসুন আর শুকনো লঙ্কা একটা কড়ায় অল্প একটু বিনা তেলে ভেজে নিতে হবে।

  2. 2

    এবার ওটা ঠান্ডা করে একটা গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ওই পেস্টটা একটা মিক্সিং বোলে নিয়ে ওতে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, ভাজা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, চিনি আর চালের গুঁড়ো দিয়ে ভালোকরে মেখে নিতে হবে।

  4. 4

    এবার ঐ মিশ্রন থেকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে গোল গোল করে নিয়ে বড়ার মত বানিয়ে নিতে হবে।

  5. 5

    এবার প্যানে তেল গরম করে ওতে ঐ বড়া গুলো দিয়ে মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে।

  6. 6

    এবার সার্ভিং প্লেটে দিয়ে যেকোনো সস অথবা চাটনির সাথে গরম গরম সার্ভ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today

Similar Recipes