কড়াইশুঁটির কচুরি (karaishutir kachuri recipe in Bengali)

Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

#প্রিয়জন স্পেশাল রেসিপি

কড়াইশুঁটির কচুরি (karaishutir kachuri recipe in Bengali)

#প্রিয়জন স্পেশাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ডো এর জন্য
  2. ২ কাপ ময়দা
  3. ৩ টেবিল চামচ তেল (ময়ান এর জন্য)
  4. ১ চা চামচ নুন
  5. পুরের জন্য
  6. ১/২ কাপ ছাড়ানো ও সেদ্ধ মটরশুঁটি
  7. ১ টা মাঝারি মাপের আলু সেদ্ধ
  8. ১/২ চা চামচ আদাবাটা
  9. ১ চিমটে হিং
  10. ৩ টে কাঁচালঙ্কা বাটা
  11. ১ টেবিল চামচ তেল
  12. স্বাদমতোনুন
  13. ভাজার জন্য
  14. ২ কাপ রিফাইন্ড তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সেদ্ধ মটরশুঁটি, আলু সেদ্ধ, নুন ও কাঁচালঙ্কা বাটা একসাথে মিশিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    কড়াইয়ে তেল দিয়ে হিং ও আদাবাটা দিতে হবে। এরপর মটরশুঁটির পেস্ট টা দিয়ে দিতে হবে।

  3. 3

    শুকনো হয়ে আসা পর্যন্ত নাড়তে হবে। পুর তৈরী হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

  4. 4

    ময়দায় নুন ও ময়ান দিয়ে প্রয়োজনমতো জল দিয়ে মেখে নিতে হবে।

  5. 5

    এবার তা থেকে লেচি কেটে নিতে হবে।

  6. 6

    লেচি গুলো হাত দিয়ে বাটির আকারে করে তাতে পরিমানমতো (বেশী হয়ে গেলে ফেটে যেতে পারে) পুর ভরে মুখটা বন্ধ করে দিতে হবে।

  7. 7

    এবার তেল এর সাহায্যে সাবধানে বেলে নিতে হবে।

  8. 8

    কড়াইয়ে তেল গরম করে কচুরী গুলো এক এক করে ভেজে নিতে হবে।

  9. 9

    সবকটি গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

Similar Recipes