কড়াইশুঁটির কচুরি (karaishutir kachuri recipe in Bengali)

Darothi Modi Shikari
Darothi Modi Shikari @darothi_89
Konnagar, West Bengal

কড়াইশুঁটির কচুরি (karaishutir kachuri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপকড়াই শুঁটি
  2. 1/2 চা চামচ আদা অল্প
  3. 1/2 চা চামচহলুদ গুঁড়া
  4. ২ টিকাঁচা লঙ্কা
  5. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  6. 1 চা চামচধনে গুঁড়া অল্প
  7. 1 কাপময়দা
  8. পরিমাণ মতোসাদা তেল
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. স্বাদ মতচিনি
  11. 1 চিমটিহিং
  12. 1/2 চা চামচগোটা মৌরি
  13. প্রয়োজন অনুযায়ীজল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আদা, অল্প জল নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিন।

  2. 2

    এবার কড়াই তে অল্প তেল দিয়ে তাতে হিং ফোড়ন দিয়ে মৌরি ভেজে তাতে পেস্ট টা দিয়ে একটু কষতে হবে।

  3. 3

    কষতে কষতে তাতে হলুদ, ধনে, লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেস্ট টা প্রায় শুকনো হয়ে যায়।

  4. 4

    পেস্ট হয়ে গেলে অন্য পাত্রে ঠাণ্ডা করতে হবে।

  5. 5

    অন্য পাত্রে ময়দা নিয়ে তাতে অল্প নুন আর চিনি দিয়ে মিক্স করতে হবে। এবার গরম জল আর ময়াম দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  6. 6

    এবার লেচি কেটে তাতে গোল করে কিছু টা পুর দিতে হবে

  7. 7

    তারপর তাতে পুর ভরে ভালো করে লেচি মুরে নিতে হবে।

  8. 8

    তার পর ভালো করে বেলে নিতে হবে।

  9. 9

    কড়াই তে তেল গরম করে তাতে গোল গোল করে ভেজে নিলেই তৈরি কড়াই শুঁটির কচুরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Darothi Modi Shikari
Konnagar, West Bengal
রান্না হলো আমার ভালোবাসা ❤️❤️ আমি নিজে খেতে এবং সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি 😍😍
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes