চিড়ের কাটলেট (chirer cutlet recipe in Bengali)

Debashree Deb
Debashree Deb @Shree_deb1980

#as
#week2
বর্ষাকালে বিকালে গরম গরম চায়ের সাথে বানিয়ে ফেলা যায় এই সহজ ও সুস্বাদু চিড়ের কাটলেট। অনেক সময় বর্ষায় চিড়ে কেনা থাকলে গন্ধ হয়ে যায় তাই এইভাবে বানিয়ে নিলে একঘেয়ে ও লাগে না এবং বিভিন্ন সব্জি দেয়ার ফলে এটি স্বাস্থ‍্যকর ও হয়ে ওঠে।

চিড়ের কাটলেট (chirer cutlet recipe in Bengali)

#as
#week2
বর্ষাকালে বিকালে গরম গরম চায়ের সাথে বানিয়ে ফেলা যায় এই সহজ ও সুস্বাদু চিড়ের কাটলেট। অনেক সময় বর্ষায় চিড়ে কেনা থাকলে গন্ধ হয়ে যায় তাই এইভাবে বানিয়ে নিলে একঘেয়ে ও লাগে না এবং বিভিন্ন সব্জি দেয়ার ফলে এটি স্বাস্থ‍্যকর ও হয়ে ওঠে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 সারভিংস
  1. 1কাপ চিড়ে
  2. 1টি আলু সেদ্ধ
  3. 1/2 গাজর গ্রেট করা
  4. 1/2ক‍্যাপ্সিকাম গ্রেট করা
  5. 1 +1টা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি
  6. 5-6টা বাদাম কুচি
  7. 1চা চামচ চালের গুঁড়ো
  8. 2চা চামচ কর্নফ্লাওয়ার
  9. 2 স্লাইসপাউরুটি গ্রেট করা
  10. পরিমাণ মত সাদা তেল
  11. স্বাদ মতনুন, চিনি,
  12. 1+1 চা চামচধনে ও জিরে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    চিড়ে ভালো করে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে।

  2. 2

    চিড়ের সাথে আলু,গাজর,ক‍্যাপ্সিকাম পেয়াজ ও বাকি মশলা, নুন,চিনি ভালো করে মেখে নিতে হবে।

  3. 3

    মিশ্রনটিকে নিজের মন মত আকার দিয়ে পাউরুটি গুঁড়ো মাখিয়ে কর্নফ্লাওয়ার গোলায় ডুবিয়ে আবার পাউরুটি মাখিয়ে নিতে হবে।

  4. 4

    কাটলেট গুলি তেলে ভেজে নিতে হবে।

  5. 5

    গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Debashree Deb
Debashree Deb @Shree_deb1980

Similar Recipes