গ্ৰাম্য পদ্ধতিতে চিকেন কষা(gramyo poddhotite chicken kosha recipe in Bengali)

Debjani Mistry Kundu
Debjani Mistry Kundu @cook_22986642
Tamluk

#পরিবারের প্রিয় রেসিপি

গ্ৰাম্য পদ্ধতিতে চিকেন কষা(gramyo poddhotite chicken kosha recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ জন
  1. ৫০০ গ্ৰাম চিকেন
  2. ৫০ গ্ৰাম সর্ষে তেল
  3. ১ টি গোটা পেঁয়াজ কুচি
  4. ৭-৮ কোয়া রসুন থেঁতো
  5. ১ চা চামচ জিরা বাটা
  6. ১ চা চামচ ধনে বাটা
  7. ২ টি টমেটো বাটা
  8. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. ১/২চা চামচ বিরিয়ানী মশলা
  10. ২ টুকরো দারচিনি
  11. স্বাদ অনুযায়ীনুন
  12. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  13. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  14. ১/২চা চামচ গোলমরিচ গুঁড়া
  15. ১/২ চা চামচচিনি
  16. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে।

  2. 2

    ‌কড়াইতে তেল গরম করে তাতে চিনি দিয়ে দিতে হবে ।

  3. 3

    চিনি পুরে উঠলে কুচানো পেঁয়াজ ও দারুচিনি দিয়ে দিতে হবে।

  4. 4

    এরপর চিকেন টা দিয়ে নেড়ে চেড়ে আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে ‌‌‌ ১৫ মিনিট এর জন্য।এ১৫ মিনিট পর পর টমেটো বাটা দিয়ে দিতে হবে।

  5. 5

    চিকেন এর থেকে যে জল টা বেরোবে সেটা টানিয়ে নিতে হবে আঁচ বাড়িয়ে।

  6. 6

    এর পর একে একে থেঁতো করা রসুন, লঙ্কা গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা,জিরে বাটা,ধনে বাটা, নুন, হলুদ, বিরিয়ানী মশলা সব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে।

  7. 7

    এরপর এককাপ উষ্ণ গরম জল দিয়ে কম আঁচে ঢেকে দিতে হবে।

  8. 8

    এরপর চিকেন খুব ভালো করে সেদ্ধ হয়ে ও জল শুকিয়ে এলে ওপর থেকে গোল মরিচ এর গুঁড়ো ও গরম মশলা মিশিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Debjani Mistry Kundu
Debjani Mistry Kundu @cook_22986642
Tamluk

মন্তব্যগুলি (3)

Similar Recipes