ছেঁচা চিকেন মশলা (grated chicken masala recipe in Bengali)

Tanushree Deb
Tanushree Deb @Tanushree_29

#ক্যুইক ফিক্স ডিনার
#৪ র্থ সপ্তাহ

ছেঁচা চিকেন মশলা (grated chicken masala recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার
#৪ র্থ সপ্তাহ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
3জন
  1. 500গ্ৰামচিকেন
  2. 2 চা চামচআদা থেঁতো
  3. 2 চা চামচরসুন থেঁতো
  4. প্রয়োজন অনুযায়ীকাঁচা লঙ্কা থেঁতো
  5. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  6. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  7. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  8. 1টেবিল চা চামচধনে গুঁড়া
  9. 1 চা চামচজিরে গুঁড়ো
  10. প্রয়োজন অনুযায়ীসর্ষে তেল
  11. 1 টিতেজপাতা
  12. 1/2 চা চামচগরম মশলা
  13. 1 চা চামচচিকেন মশালা
  14. প্রয়োজন অনুযায়ীজল
  15. 2 টেবিল চামচটকদই
  16. 1 চা চামচগোটা জিরা

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে চিকেন ভালো করে ধুয়ে নিয়ে তাতে হলুদ, লঙ্কা গুঁড়ো, টকদই একসাথে মিশিয়ে 2 ঘন্টা রেখে দিতে হবে।

  2. 2

    তারপর কড়াইয়ে তেল গরম হলে তাতে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে 1 মিনিট নাড়ুন এবার পেঁয়াজ কুচি দিয়ে 2মিনিট নাড়াচাড়া করার পর একে একে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে 8 মিনিট নাড়াচাড়া করার পর চিকেন দিয়ে ভালো করে 10 মিনিট নাড়াচাড়া করতে হবে।

  3. 3

    এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট চিকেন সিদ্ধ হতে দিতে হবে।

  4. 4

    15 মিনিট পর ঢাকা খুলে গরম মশলা ও চিকেন মশলা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করতে হবে।

  5. 5

    গ্ৰেভি ঘন হয়ে এলে নামিয়ে রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanushree Deb
Tanushree Deb @Tanushree_29

Similar Recipes