ডিমের ঘুগনি(dimer ghoogni recipe in Bengali)

Debjani Mistry Kundu
Debjani Mistry Kundu @cook_22986642
Tamluk

#পরিবারের প্রিয় রেসিপি

ডিমের ঘুগনি(dimer ghoogni recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪-৫ জন
  1. ২৫০ গ্ৰাম মটর
  2. ২ টি আলু
  3. ৩-৪ টে কাঁচা লঙ্কা বাটা
  4. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  5. ১ চা চামচ ভাজা মশলা গুঁড়ো (জিরে,ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা)
  6. ১ টি টমেটো বাটা
  7. ১/২ চা চামচ চিনি
  8. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়া
  9. ২-৩চা চামচ সর্ষে তেল
  10. ১/২ চা চামচ চামচ গোটা জিরা
  11. ১ টিশুকনো লঙ্কা
  12. ১/২ চা চামচ কসুরি মেথি
  13. স্বাদ অনুযায়ীনুন
  14. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  15. ১ চা চামচ ভিনিগার
  16. ২ টি ডিম
  17. ১ টি পেঁয়াজ কুচি
  18. ১ চা চামচ আদা রসুন বাটা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    মটর ৬-৭ ঘন্টা ভিজিয়ে নিতে হবে।মটর এ সামান্য নুন ও হলুদ দিয়ে প্রেসার কুকারে ৪-৫ টি সিটি দিয়ে নিতে হবে।

  2. 2

    করাইতে সামান্য তেল দিয়ে টুকরো করে নেওয়া আলু গুলো সামান্য নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে আরোও একটু তেল গরম করে তাতে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।

  4. 4

    পেঁয়াজ ভাজা হলে,ওর মধ্যে আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, টমেটো বাটা, চিনি, নুন, কসৌরি মেথি,গরম মশলা, হলুদ সব দিয়ে কষিয়ে নিতে হবে।

  5. 5

    মশলা থেকে তেল ছাড়লে ওর মধ্যে ভেজে রাখা আলু ও সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিতে হবে ও ২ টি ভেজে ঝুরি রাখা ডিম মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর সামান্য জল দিয়ে ফুটতে দিতে হবে।সব মশলা মিশে গেলে ভালো ভাবে ভিনিগার ও ভাজা মশলার গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিলেই তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Mistry Kundu
Debjani Mistry Kundu @cook_22986642
Tamluk

Similar Recipes