মথুরা স্পেশাল বেদমি পুরি আর তরকারি(mathura speshal bedmi puri tarkari recipe in Bengali)

Rakhi Biswas
Rakhi Biswas @cook_22432548

#পরিবারের প্রিয় রেসিপি

মথুরা স্পেশাল বেদমি পুরি আর তরকারি(mathura speshal bedmi puri tarkari recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি

Edit recipe
See report
Share
Share

Ingredients

  1. 1 কাপআটা
  2. 1 কাপময়দা
  3. 1/4 কাপসুজি
  4. 1টেবিল চামচ ঘি
  5. 2টেবিল চামচ তেল
  6. 1/2 চা চামচজোয়ান
  7. স্বাদমতোলবণ
  8. 1/2 চা চামচমৌরি থেঁতো করা
  9. 1 চা চামচকসুরি মেথি
  10. 1 চিমটিশুকনো লঙ্কা গুঁড়ো
  11. 1/4 চা চামচধনে জিরে ভেজে গুঁড়ো করা
  12. ভেতরের পুর
  13. 1/2 কাপবিউলির ডাল গুঁড়া করা
  14. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  15. 1/2 চা চামচআমচুর পাউডার
  16. 1/4 চা চামচভাগের এক ভাগ জোয়ান
  17. 1/4 চা চামচকসুরি মেথি
  18. 1 চিমটিমৌরি থেঁতো করা
  19. আলুর তরকারি
  20. 2টো সেদ্ধ আলু
  21. 1টা ছোট টমেটো গেট করা
  22. 1/4 চা চামচধনেগুঁড়ো
  23. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  24. 1/2 চা চামচজিরে ধনে থেঁতো করা
  25. 1টা তেজপাতা
  26. 1/2 চা চামচ আদা থেঁতো করা
  27. 1টা কাঁচালঙ্কা কেটে নিতে হবে
  28. 1 চা চামচকসুরি মেথি
  29. 1 চা চামচধনেপাতা
  30. 1 চিমটি হিং
  31. 1/2 চা চামচআমচুর
  32. 1/2 চা চামচধনে জিরা ভেজে গুঁড়ো করা
  33. স্বাদমতোলবণ
  34. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  35. 1/4 চা চামচবিটনুন
  36. 2টেবিল চামচ তেল
  37. 1/2 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  38. 2টেবিল চামচ বেসন
  39. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো

Cooking Instructions

  1. 1

    প্রথমে আটা, ময়দা, সুজি আর সমস্ত মশলা নিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে, এরপর ঘি আর তেল দিয়ে আবার ভালো করে মেশাতে হবে. যখন দেখা যাবে যে একটা মুঠো করা যায়, তখন সামান্য জল দিয়ে মাখতে হবে. খুব একটা বেশি নরম করা যাবে না. এইভাবে মেখে আধ ঘণ্টা রেখে দিতে হবে ভিজা ন্যাকড়া দিয়ে

  2. 2

    বিউলির ডাল গুলোকে ভাল করে গুঁড়ো করে নিতে হবে. এবার এর মধ্যে সমস্ত মসলা মেশাতে হবে. চা চামচের চার চামচ জল দিতে হবে. ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য. জল শুকিয়ে গেলে আর একটুখানি জল দিয়ে মেখে ঢেকে রাখতে হবে. একটু নরম করে মাখতে হবে. জল শুকিয়ে যাবে

  3. 3

    প্রথমে কড়াইতে দু চামচ তেল দিতে হবে. জিরে আর ধনে তেজপাতা ফোৱন দিতে হবে. আদা থেতো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে

  4. 4

    এরপর ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে, লবণ হলুদ দিয়ে নাড়তে হবে । কুচি করা টমেটো দিতে হবে. টমেটো যখন ভাজাভাজা হয়ে যাবে তখন চামচ বেসন দিতে হবে ।ভালো করে নেড়ে চেড়ে আলু গুলোকে ভেঙে টুকরো করে দিতে হবে. ভালো করে আলু মশলার সাথে মেশাতে হবে. 3 কাপের মতো জল দিতে হবে

  5. 5

    পাঁচ মিনিট মত রান্না করার পর আমচুর, ধনে,জিরা ভেজে গুঁড়ো, কাসুরি মেথি, গরম মশলা গুঁড়ো, বিটনুন দিয়ে দিতে হবে, 2 মিনিট রেখে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে

  6. 6

    এবার ময়দা টাকে আবার ভালো করে মাখতে হবে. ডালের পুর টা ভালো করে মাখতে হবে লুচির থেকে ছোট ছোট লেচি করতে হবে ।ময়দার মধ্যে ডালের পুর দিতে হবে. ভালো করে মুখটা আটকে নিতে হবে.এবার তেল অথবা ময়দা দিয়ে বেলে নিতে হবে ।

  7. 7

    কড়াইতে তেল বসাতে হবে. তেল গরম হয়ে গেলে পুর গুলো লাল করে ভেজে নিতে হবে

  8. 8

    এবার বেদমি পুরির সাথে তরকারি দিয়ে খেতে হবে

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rakhi Biswas
Rakhi Biswas @cook_22432548
on

Similar Recipes