এগ চিকেন চাউমিন (egg chicken chow min recipe in Bengali)

Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

#goldenapron3
#পরিবারের প্রিয় রেসিপি

এগ চিকেন চাউমিন (egg chicken chow min recipe in Bengali)

#goldenapron3
#পরিবারের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জন
  1. ৪প্যাকেট চাউমিন
  2. ২০০গ্রাম চিকেন
  3. ৪ টি ডিম
  4. ১টা পেঁয়াজ কুচি
  5. ১টা গাজর কুচি
  6. ১টা ক্যাপ্সিকাম কুচি
  7. ৪ টেবিল চামচ বাঁধাকপি কুচি
  8. ২চা চামচ রসুন কুচি
  9. ১চা চামচ আদা রসুন কুচি
  10. ৩চা চামচ গোলমরিচ গুঁড়ো
  11. ২চা চামচ কর্নফ্লাওয়ার
  12. ৪ চা চামচ সয়া সস
  13. ২চা চামচ গ্রিন চিলি সস
  14. ২চা চামচ টমেটো সস
  15. ১চা চামচ ভিনেগার
  16. স্বাদ মতোনুন
  17. পরিমাণমতোতেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্র নিয়ে ডিম ফাটিয়ে নুন দিয়ে ফেটে নিতে হবে

  2. 2

    এরপর চিকেন টাকে ছোট ছোট টুকরো করে কর্নফ্লোর, ফেটানো ডিম, আদা রসুন বাটা, ১ চামচ গোলমরিচ ও নুন দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।

  3. 3

    তারপরপর কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা চিকেনের টুকরো গুলো ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর ফেটানো ডিম ওমলেট করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে।

  5. 5

    তারপর চাউটাকে সেদ্ধ করে রাখতে হবে

  6. 6

    এরপর কড়াইতে তেল গরম করে তারমধ্যে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তারমধ্যে ক্যাপ্সিকাম,গাজর কুচি দিয়ে ভাজতে হবে

  7. 7

    তারপর তারমধ্যে ১ চামচ ভিনেগার দিয়ে দিতে হবে।

  8. 8

    ভাজা হয়ে গেলে সেদ্ধ চাউ, সোয়া সস,২ চামচ গোলমরিচ গুঁড়ো, গ্রিন চিলি সস, টমেটো সস ও নুন দিয়ে ভাজতে হবে

  9. 9

    ভাজা হয়েগেলে তারমধ্যে চিকেন ও ওমলেটের টুকরো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে

  10. 10

    ব্যাস গরমাগরম এগ্ চিকেন চাউমিন তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

Similar Recipes