চাউমিন (chow mein recipe in Bengali)

Jinia Chowdhury
Jinia Chowdhury @cook_26742140

#GA4 #Week3 puzzle থেকে আমি চাইনিজ বেছে নিয়ে রেসিপি করেছি।

চাউমিন (chow mein recipe in Bengali)

#GA4 #Week3 puzzle থেকে আমি চাইনিজ বেছে নিয়ে রেসিপি করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ টি ছোট প্যাকেট চাউমিন
  2. ১৫০ গ্রাম গাজর
  3. ১০০ গ্রাম বিন্স
  4. ১০০ গ্রামক্যাপ্সিকাম
  5. ২টি পিঁয়াজ
  6. ৪ টি লঙ্কা
  7. ৩ টি ডিম
  8. প্রয়োজন মতোসাদা তেল
  9. স্বাদমতোটম্যাটো সস্
  10. স্বাদমতোচিলি সস
  11. স্বাদমতোসয়া সস
  12. স্বাদমতোলবণ
  13. স্বাদমতোগোলমরিচ গুঁড়া

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে গাজর, বিন্স, ক্যাপ্সিকাম, পিঁয়াজ, লঙ্কা কুচি করে কেটে নিতে হবে।

  2. 2

    এরপর চাউমিন সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইতে তেল দিয়ে ডিম ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    এরপর কড়াইতে আবার তেল দিয়ে সব সবজি গুলো লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ।

  5. 5

    সবজি ভাজা হয়ে এলে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন, গোলমরিচ গুঁড়া, টম্যাটো সস, চিলি সস, সয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে।

  6. 6

    চাউমিন ভাজা হয়ে এলে তাতে ভেজে রাখা ডিম মিশিয়ে নিতে হবে।

  7. 7

    এরপর গরম গরম চাউমিন পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jinia Chowdhury
Jinia Chowdhury @cook_26742140

Similar Recipes