চানা পনির মসালা (chaana paneer masala recipe in Bengali)

Tanushree Deb
Tanushree Deb @Tanushree_29

#ব্রেকফাস্ট রেসিপি

চানা পনির মসালা (chaana paneer masala recipe in Bengali)

#ব্রেকফাস্ট রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১কাপচানা ১০ ঘন্টা ভিজিয়ে রাখার পর সিদ্ধ করা
  2. ১/২ কাপআলু কেটে ছোট করে টুকরো করা
  3. ১ কাপপনির টুকরো করে কাটা
  4. ১ টেবিল চামচপেঁয়াজ কুচি
  5. ১/২চা চামচরসুন বাটা
  6. ১/২চা চামচআদা বাটা
  7. ১ টেবিল চামচটমেটো বাটা
  8. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  9. ১/২চা চামচজিরে গুঁড়ো
  10. ১/২চা চামচধনে গুঁড়ো
  11. ১চা চামচচিকেন মসলা
  12. স্বাদমতোনুন ও চিনি
  13. ১/২চা চামচগরম মশলা গুঁড়ো
  14. ১চা চামচকর্নফ্লাওয়ার
  15. প্রয়োজন অনুযায়ীতেজপাতা, দারচিনি ল‌বঙ্গ ফোঁড়নের জন্য
  16. প্রয়োজনমতোতেল
  17. স্বাদমতোলঙ্কা গুঁড়ো
  18. ১/২ চা চামচকাশ্মিরি লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইয়ে তেল গরম হলে তাতে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।

  2. 2

    পেঁয়াজ ভাজা ভাজা হলে তাতে রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে তারপর একে একে আদা বাটা হলুদ গুঁড়ো টমেটো বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো, নুন ও পরিমাণমতো জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।তারপর

  3. 3

    সিদ্ধ করা চানাও আলু সিদ্ধ করে ভেজে রাখা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট ফুটতে দিতে হবে।

  4. 4

    ১০ মিনিট হয়ে গেলে তাতে তেলে ভেজে তুলে রাখা পনীর ও চিনি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে গরম মশলা গুঁড়ো ও জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanushree Deb
Tanushree Deb @Tanushree_29

মন্তব্যগুলি (6)

Similar Recipes