আলু মশলা ধোসা(Alu Masala Dhosa recipe in Bengali)

karabi Bera
karabi Bera @cook_15951306
Hooghly

#GA4
#Week3
আলুর মশলা ধোসা একটা ভীষণ সুন্দর ও জনপ্রিয় ব্রেকফাস্ট রেসিপি।

আলু মশলা ধোসা(Alu Masala Dhosa recipe in Bengali)

#GA4
#Week3
আলুর মশলা ধোসা একটা ভীষণ সুন্দর ও জনপ্রিয় ব্রেকফাস্ট রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জনের জন্য
  1. 2 কাপচাল (ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছি)
  2. 1/2 কাপবিউলি/ উরদ ডাল(5/6 ঘন্টা জলে ভিজিয়ে নিয়েছি)
  3. 1/2ছোলার ডাল (4/5 ঘন্টা জলে ভিজিয়ে নিয়েছি)
  4. 1/2 কাপচিঁড়ে
  5. 1টেবিল চামচ মেথি
  6. স্বাদ মতোনুন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে 2 কাপ চাল, চানা ডাল,উরদ ডাল এবং মেথি দিয়ে খুব ভালোভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম।

  2. 2

    ব্যাটার টি তে প্রয়োজনমতো নুন মিশিয়ে ওভারনাইট চাপা দিয়ে রেখে দিলাম।

  3. 3

    ওভার নাইট চাপা দিয়া রাখার পর ব্যাটারটিতে খুব সামান্য জল মিশিয়ে পাতলা করে নিলাম।

  4. 4

    এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে হাতায় করে ব্যাটার নিয়ে ভালোভাবে চাড়িয়ে নিলাম। একটু গরম হয়ে গেলে পর চারপাশে রিফাইন তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম।তারপর মাঝখানে আলু মাসালা পুর দিয়ে ভালোভাবে আসতে আসতে একধার থেকে ফোল্ড করে করে উল্টে নিলাম।

  5. 5

    একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি আলু মশলা ধোসা। নারকেলের চাটনি সহযোগে আমি পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
karabi Bera
karabi Bera @cook_15951306
Hooghly

Similar Recipes