আলু সুজির পকোড়া (aloo sujir pakora recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#পরিবারের প্রিয় রেসিপি

আলু সুজির পকোড়া (aloo sujir pakora recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ১টি বড়ো আলু
  2. ৫ টেবিল চামচ সুজি
  3. ৪ টেবিল চামচ বেসন
  4. ১/২ চা চামচ আদা রসুন কুচি
  5. ২টি কাঁচা লঙ্কা কুচি
  6. ১/৪ চা চামচ জোয়ান
  7. ১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  10. ১/৪ চা চামচ চিনি
  11. স্বাদ অনুযায়ীলবণ
  12. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    আলু গ্রেট করে নিয়ে ভালো করে ধুয়ে নিন।

  2. 2

    আলুর মধ্যে লবণ,সুজি,আদা রসুন কুচি,কাঁচালঙ্কা কুচি, জোয়ান,লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো,চিনি সবকিছু ভালোভাবে মিশিয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

  3. 3

    লবণ মেশানোর জন্য আলু থেকে জল বেরিয়ে আসবে আর সেই জলে সুজি টা ফুলে উঠবে। এরপর বেসন টা মিশিয়ে দিন।অতিরিক্ত কোনো জল দেওয়ার প্রয়োজন নেই।

  4. 4

    কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে পকোড়া গুলো লালচে করে ভেজে নিন।কাসুন্দি সহযোগে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes