আলু সুজির মচমচে পকোড়া(aloo sujir muchmuche pakora recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#স্ন্যাক্স

আলু সুজির মচমচে পকোড়া(aloo sujir muchmuche pakora recipe in Bengali)

#স্ন্যাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২কাপসুজি
  2. ১টাআলু (মাঝারি সাইজের)
  3. ১চা চামচহলুদ গুঁড়ো
  4. ১চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  5. ১টা পেঁয়াজ কুচি বড়)
  6. ২টোলঙ্কা কুচি
  7. ১চা চামচচিলিফ্লেক্স
  8. ১চা চামচমিক্স হার্বস
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. প্রয়োজন অনুযায়ীতেল
  11. ১ টেবিল চামচময়দা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে করায়ে সুজি টা হালকা করে ভেজে নিতে হবে। এবার একটু নুন আর জল দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না সুজির মন্ড তৈরি করা যাচ্ছে।

  2. 2

    এবার সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে সুজি টা।

  3. 3

    আর মিশ্রন টি মাখার সময় ১চামচ(বড়) ময়দা দিতে হবে যাতে ভাজার সময় মিশ্রন টি খুলে না যায়।

  4. 4

    এবার এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে টমাটো সস এর সাথে পরিবেশন করতে হবে।

  5. 5

    এই পকোরা খুব মচমচে হয় আর খেতেও সুস্বাদু হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes