শাকশুকা (shakshuka recipe in Bengali)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

#ব্রেকফাস্ট রেসিপি
এটি একটি মধ্যে প্রাচ্যের বিষেশত ইজরাইলের অতি পরিচিত ব্রেকফাস্ট রেসিপি । টমেটোর চটপটা সসের ওপর ডিমের পোচ।

শাকশুকা (shakshuka recipe in Bengali)

#ব্রেকফাস্ট রেসিপি
এটি একটি মধ্যে প্রাচ্যের বিষেশত ইজরাইলের অতি পরিচিত ব্রেকফাস্ট রেসিপি । টমেটোর চটপটা সসের ওপর ডিমের পোচ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
  1. 1টি বড় পেঁয়াজ কুঁচি
  2. 6টি ডিম
  3. 6টি টমাটো
  4. 1টি মাঝারি ক্যাপ্সিকাম কুচি
  5. 1 চা চামচরসুন বাটা
  6. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  7. 1/2 চা চামচগোল মরিচ গুঁড়ো
  8. 1/2 কাপটমাটো সস
  9. 1টেবিল চামচ চিলি সস
  10. 1 চা চামচজিরে গুঁড়ো
  11. 1 চা চামচকাঁচা লঙ্কা কুচি (ঝাল আপনার স্বাদমতো)
  12. 1টেবিল চামচ ধনেপাতা কুচি
  13. স্বাদমতো নুন ও চিনি
  14. 2টেবিল চামচ সাদা তেল (চাইলে অলিভ অয়েলেও রান্নাটা করা যায়)

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে টমাটোগুলিকে গরম জলে ব্লান্চ করে খোসাগূলো ছাড়িয়ে মিক্সিতে পিষে টমাটো পিউরি বানিয়ে নিতে হবে।

  2. 2

    একটি কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ও রসুন বাটা ভালো করে ভেজে নিতে হবে । একটু পর ক্যাপ্সিকাম কুচি দিয়ে আরো কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে।

  3. 3

    সব্জি কিছুটা নরম হলে টমাটো পিউরি মিশিয়ে নাড়াচাড়া করে, কাশ্মীরি লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, টমাটো, চিলি সস, স্বাদমতো নুন চিনি মিশিয়ে চাপা দিয়ে কম আঁচে 3-4 মিনিট রাখুন ।

  4. 4

    গ্রেভির রঙ গাঢ় লাল ও গ্রেভি একটু ঘন হলে গ্রেভির মধ্যে ফাঁকা জায়গা তৈরি করে ডিমগুলো ফাটিয়ে পোচ করার মত দিয়ে দিন। তারপর চাপা দিয়ে দিন 2-3 মিনিট ।

  5. 5

    2-3 মিনিট পর ওপর থেকে গোল মরিচ গুড়ো, ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন পাউরুটির সাথে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

Similar Recipes