পর্তুগিজ টমেটো রাইস (Portuguese tomato rice recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#প্রিয় লাঞ্চ রেসিপি

পর্তুগিজ টমেটো রাইস (Portuguese tomato rice recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জনের জন্য
  1. ১ কাপ বাসমতি চাল
  2. ২ টেবিল চামচ ঘি
  3. ২ টি তেজপাতা
  4. ১ ইঞ্চিআকারের দারচিনি
  5. ৪ টি রসুনের কোয়া সরু লম্বা করে কাটা
  6. ১ টি বড় পেঁয়াজ স্লাইস করা
  7. ১ চা চামচ চিলি ফ্লেক্স
  8. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. ৩টি মাঝারি আকারের টমেটো টুকরো করে কাটা
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. ২ কাপ জল
  12. ১ চা চামচঅল্প ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    চাল ধুয়ে ১৫ মিনিট জলে ভিজিয়ে রাখুন। একটি বড় প্যানে ঘি গরম করুন। তেজপাতা ও দারচিনি ফোড়ন দিন। রসুন দিয়ে কিছুক্ষণ ভাজুন।

  2. 2

    এবার পেঁয়াজ দিয়ে ভাজুন। পেঁয়াজ নরম হলে টমেটো, নুন, গোলমরিচ ও চিলি ফ্লেক্স যোগ করুন। ঢেকে দিয়ে ৫ মিনিট রান্না করুন। টমেটো একটু মাখা মাখা হলে জল ঢেলে দিন। জল ফুটতে শুরু করলে চাল দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করুন। প্রয়োজনে অল্প গরম জল দিতে পারেন। ভাত রান্না হলে গ্যাস অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিন।

  3. 3

    ধনেপাতা দিয়ে গার্নিশ করে চিকেন কারি বা পছন্দমত ভেজিটেরিয়ান ডিশের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes