ভেটকি মশালা কারি (Bhetki mashla curry recipe in Bengali)

Nivedita Ghosh
Nivedita Ghosh @cook_22971027
Kolkata

#প্রিয় লাঞ্চ রেসিপি

ভেটকি মশালা কারি (Bhetki mashla curry recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় লাগবে ১৫-২০ মিনিট
দুই জন মানুষের জন্য
  1. ২ টিভেটকি মাছ ( ১/৪ চা চামচ করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়া, নুন দিয়ে মাছ মেখে রাখতে হবে
  2. ১/২ চা চামচ গোটা জিরা
  3. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা ( ফোরনের জন্য ১টি দারূচিনি,২-৩টে ছোট এলাচ,৪টি লবঙ্গ)
  4. ১ টি পেঁয়াজের বেরেস্তা করে, সেটিকে বেটে নিতে হবে
  5. ১/২ চা চামচ আদা রসুন বাটা
  6. ১/২ কাপটক দই
  7. ১/২ চা চামচহলুদ গুঁড়া
  8. ১ চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. ১/২ চা চামচ জিরা গুঁড়া
  10. ১ চা চামচধনে গুঁড়া
  11. স্বাদ অনুযায়ীনুন
  12. স্বাদ অনুযায়ীচিনি
  13. ১/২ চা চামচগরম মসলা গুঁড়া
  14. প্রয়োজন অনুযায়ী জল
  15. প্রয়োজন অনুযায়ীধনে পাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

সময় লাগবে ১৫-২০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে তেল দিয়ে মসলা মাখানো মাছ গুলো ভেজে নিতে হবে

  2. 2

    এরপর মাছ গুলো তুলে নিয়ে ঐ তেলে ফোরন হিসেবে সাদা জিরে,দারূচিনি, ছোট এলাচ,লবঙ্গ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে নাড়তে হবে এবং অল্প জল দিয়ে কষাতে হবে,যখন রান্না থেকে তেল বের হবে তখন টক দই এর মধ্যে বেরেস্তা, হলুদ গুঁড়া,লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে, মিশ্রনটি কড়াইতে ঢেলে ভালো করে আবার কষতে হবে। এরপর যখন রান্না থেকে তেল বের হবে তখন অল্প জল দিয়ে ভাজা মাছ গুলো কে ছেড়ে দিতে হবে।

  3. 3

    জল একটু টেনে এলে তাতে গরম মসলা গুঁড়া ও ধনে পাতা কুচি দিয়ে গ্যাসটি বন্ধ করে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nivedita Ghosh
Nivedita Ghosh @cook_22971027
Kolkata
রান্না করে এবং রান্না খাইয়ে যা তৃপ্তি তা আর কোথাও নেই, আমার ভালোবাসা
আরও পড়ুন

Similar Recipes