প্রন কারি (Prawn curry recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#প্রিয় লাঞ্চ রেসিপি

প্রন কারি (Prawn curry recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১২টি চিংড়ি মাছ
  2. ১ চা চামচ আদা রসুন বাটা
  3. ১ টা পেঁয়াজ কুচি
  4. ১ চা চামচপেঁয়াজ বাটা
  5. ২চা চামচটক দই
  6. ১ চা চামচজিরে গুঁড়ো
  7. ১ চা চামচধনে গুঁড়ো
  8. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  10. ১ চা চামচ হলুদ গুঁড়া
  11. ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  12. ২ টিচেরা কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিংড়ি মাছ গুলো ভালো করে ছারিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এবার করায়ে তেল দিয়ে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা ফোরন দিয়ে পেঁয়াজ কুচি টা দিয়ে একটু ভেজে নিতে হবে।

  3. 3

    ভাজা হলে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন হলুদ, লঙ্কা গুঁড়ো সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।

  4. 4

    কষানো হলে ফেটানো টক দই ও চিনি দিয়ে ভালো ভাবে নাড়তে হবে। মশলা কষানো হলে চিংড়ি মাছ গুলো দিয়ে একটু নাড়তে হবে। এবার ১/২কাপ জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।

  5. 5

    ১০মিনিট পর ঢাকা খুলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেয় তৈরি prawn curry.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes