দই কাতলা(doi katla recipe in Bengali)

Sarmistha Paul
Sarmistha Paul @cook_23430540

#প্রিয় লাঞ্চ রেসিপি

দই কাতলা(doi katla recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ থেকে ৪০ মিনিট লাগবে
  1. ৩০০গ্রামকাতলা মাছ
  2. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল
  3. ১ চা চামচজিরে গুঁড়ো
  4. ১ চা চামচহলুদ গুঁড়ো
  5. ১/২ চা চামচলঙ্কা গুঁড়ো
  6. ১চা চামচধনে গুঁড়ো
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. স্বাদ অনুযায়ীচিনি
  9. ৫ গ্রামগোটা গরম মসলা
  10. ২ চা চামচচাল মগোজ ২
  11. ৬ টাকাজু বাদাম
  12. ১ টাসুকনো লঙ্কা
  13. ২ টোতেজ পাতা
  14. ২ চা চামচঘি
  15. ১/৪ চা চামচগরোম মসলা গুঁড়ো ১/৪
  16. ১ চা চামচআদা বাটা
  17. ১ চা চামচরসুন বাটা
  18. ৩ টিপেঁয়াজ মাঝারি
  19. ৫০ গ্রামটকদই

রান্নার নির্দেশ সমূহ

৩০ থেকে ৪০ মিনিট লাগবে
  1. 1

    মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে তেল টা গরম হলে তাতে মাছ গুলি দিয়ে দুপিট ভালোভাবে বেশ লাল করে ভেজে নিতে হবে।

  2. 2

    এবার মাছ গুলি তুলে নিয়ে করাতে গোটা গরমশলা একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরন দিয়ে তাতে ২পেয়াজ কুচি দিতে হবে এবার পেয়াজ বাদামি রঙের হওয়া ওবদি নারতে হবে পেয়াজ বাদামি রঙের হওয়ার পর তাতে আদা বাটা রসুন বাটা আর একটা পেয়াজ বাটা দিয়ে একটু নারা চারা করতে থাকতে হবে তারপর একটু ভাজা মতো হলে তাতে পরিমাণ মতো নুন দিয়ে এবার একে একে হলুদ লঙ্কা জিরা আর ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চালমাগোজ আর কাজু বাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ে এভাবে কষাতে হবে

  3. 3

    এবার মশলা দিয়ে তেল বেড়িয়ে আসলে মাছ গুলি দিয়ে গ্যাসের আচ টা একদম কমিয়ে ৫ মিনিট ঢেকে দিতে হবে ৫ মিনিট পর ঢাকনা টা খুলে এবার দইটা ভালো করে ফেটে নিয়ে ফাটানো দই টা ডেলে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তাতে অল্প সামান্য চিনি আর ঘি আর গরমশলা দিয়ে একটু নেরে নুনের স্বাদ টা দেখে নামিয়ে নিলে তৈরী খুবই সুস্বাদু দই কাতলা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarmistha Paul
Sarmistha Paul @cook_23430540

Similar Recipes